![বন্দরে শ্রমিক দল নেতার ব্যানার, ফেস্টুন ভাংচুর করলো আওয়ামীলীগ নেতা বন্দরে শ্রমিক দল নেতার ব্যানার, ফেস্টুন ভাংচুর করলো আওয়ামীলীগ নেতা](https://www.narayanganjtimes.com/media/imgAll/2021May/14-2502112039.jpg)
বন্দরে আওয়ামীলীগের নামধারী নেতার বিরুদ্ধে শ্রমিক দল নেতার ব্যানার ও ফেস্টুন ভাংচুরসহ প্রাননাশের হুমকি ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শ্রমিক দল নেতা মোঃ ইসলাম বাদী হয়ে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি।
এর আগে গত ৩ ফেব্রুয়ারি বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের নয়ামাটি ও মালামত এলাকায় এ ব্যানার ফেস্টুন ভাংচুরের ঘটনাটি ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের নয়ামাটি এলাকার আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে ইসলাম মিয়া দীর্ঘদিন ধরে ধামগড় ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এর শ্রমিক দলের আহবায়কের দায়িত্ব পালন করে আসছে।
ফ্যাসিবাদ সরকার শাসন আমল থেকে শ্রমিক দলের নেতা ইসলাম মিয়ার সাথে একই এলাকার মৃত মানিক মিয়ার সন্ত্রাসী ছেলে স্থানীয় আওয়ামীলীগ নেতা আসলামের সাথে পূর্ব থেকে বিরোধ চলে আসছিল। আসলাম আওয়ামী সরকার আমলে উল্লেখিত এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল।
শ্রমিকদল নেতা ইসলাম মিয়া গত ২ ফেব্রুয়ারী বিকেলে বন্দর উপজেলার নয়ামাটি ও মালামত এলাকায় বিএনপি বেশ কয়েকটি ব্যানার লাগায় । পরবর্তীতে গত ৩ ফেব্রুয়ারী সকাল ১০টায় সন্ত্রাসী আসলামসহ অজ্ঞাত নামা ৪/৫ জন দুষ্কৃতিকারী উল্লেখিত ব্যানার গুলো ছিড়ে ফেলে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে।
খবর পেয়ে শ্রমিক দল নেতা ইসলামসহ তার দলীয় লোকজন ঘটনাস্থলে আসলে ওই সময় দুষ্কৃতকারীরা উল্লেখিত শ্রমিক দলের নেতা ও তার পরিবারকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রান নাশের হুমকি প্রদান করে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এ রির্পোট লেখা পর্যন্ত ব্যানার ফেস্টুন ভাংচুরের ঘটনার ৮ দিনেও মামলা নেয়নি পুলিশ।