নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১৪ মার্চ ২০২৫

সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবক ও যুবলীগ নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৩:১৯, ১০ ফেব্রুয়ারি ২০২৫

সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবক ও যুবলীগ নেতা গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ওয়ার্ড সেচ্ছাসেবক লীগ ও যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১০ ফেব্রুয়ারি) রাতে নিজ নিজ বাসা হতে আসামিদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম। 

গ্রেফতাররা হলো: (নাসিক) ২ং ওয়ার্ড এলাকার বাসিন্দা জাকির হোসেনের ছেলে ২ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ (৩৪) এবং আদমজী সোনামিয়া বাজার এলাকার বাসিন্দা আলমগীর হোসেনের ছেলে যুবলীগ নেতা নূর হোসেন ওরফে মো. কুট্টি মিয়া (৩২)।

(ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, গ্রেপ্তারকৃতদের নাশকতা ও হত্যা চেষ্টা মামলায় আদালতে পাঠানো হয়েছে।