নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১১ ফেব্রুয়ারি ২০২৫

ফতুল্লায় শামীম হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:৪২, ৯ ফেব্রুয়ারি ২০২৫

ফতুল্লায় শামীম হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

ফতুল্লায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে শামীম (১৮) নামে এক গার্মেন্টস শ্রমিক হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে ফতুল্লা থানা পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম আলফাস উদ্দিন বাজু।

মামলার অধিকতর তদন্তের স্বার্থে রবিবার গ্রেপ্তারকৃত আলফাস উদ্দিন বাজুর রিমান্ড চেয়ে আদালতে পাঠালে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে ফতুল্লার বিলাশ নগর এলাকায় এলজিডি কার্যালয়ের সামনে কয়েকজন দুর্বৃত্ত ফকির গার্মেন্টস এর কর্মী শামীমকে কুপিয়ে হত্যা করে।

শামীম ফতুল্লার ইসদাইর সুগন্ধা আবাসিক এলাকার সাগর ভিলার দ্বিতীয় তলার বাসিন্দা আলীর ছেলে।