
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদী থেকে হোসেন মিয়া (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার কালা পাহাড়িয়ার খালিয়ার চর পশ্চিমপাড়া কামাল মিয়ার সেচ পাম্প থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হোসেন মিয়া খালিয়ার চর এলাকার রাজা মিয়ার ছেলে।
নারায়ণগঞ্জ পুলিশের জেষ্ঠ্য সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম জানান, দুপুরে খালীয়ার চর এলাকর হোসেন মিয়া নামে এক শিশু মায়ের সাথে গোসল করতে মেঘনা নদীর পাড়ে এসে অসাবধানতাবশত নদীতে পড়ে যায়।
খোঁজাখুঁজির পর না পেয়ে এলাকাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে কালাপাহাড়িয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকেল সাড়ে ৩টার দিকে কামাল মিয়ার সেচ পাম্পের পাইপের ভেতরে কিছু আটকে থাকতে দেখে সন্দেহ হয়।
পরে সেচ পাইপ খুলে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।