
নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে অঞ্জু বেগম নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত স্বামী কবির হোসেনকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছেন নিহতের পরিবার ও এলাকাবাসী।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে শুক্রবাওে ভোর রাতের দিকে ফজিলপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অঞ্জু ওই এলাকায় জসিম উদ্দিনের মেয়ে।
পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, পারিবারিক কলহে প্রায়ই স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ভোরে কোনো এক সময় তাকে শ্বাসরোধে হত্যা করে স্বামী। অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।