
বন্দরে বাসা ছেড়ে দেয়ায় ক্ষোভে দীপক কুমার সাহা (৪৪) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে বাড়িওয়ালা।
বুধবার (৬ ফেব্রুয়ারি) রাতে বন্দর আমিন আবাসিক এলাকায় ৩ নং গলিতে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ভুক্তভোগী বাদী হয়ে বাড়িওয়ালা কৌশিক সহ ৩ জনকে আসামি করে থানায় একটি অভিযোগ দায়ের করেন।
জানাগেছে, কিশোরগঞ্জ কুলিয়ারচর উপজেলার দীপক কুমার সাহা বন্দর আমিন আবাসিক এলাকায় ৩ নং গলি কৌশিক মিয়ার বাড়িতে দীর্ঘ ৫ বছর যাবত ভাড়ায় বসবাস করে আসছিল ।
গত বুধবার সকালে দুই মাসের অতিরিক্ত ভাড়া পরিশোধ করে একই এলাকায় অন্য একটি ভাড়া বাসায় উঠেন ব্যবসায়ী দীপক কুমার সাহা। বাসা ছেড়ে দেয়ার ক্ষোভে বাড়িওয়ালা কৌশিক ও তার লোকজন ভাড়াটিয়া দীপক সাহাকে রাতে বাড়ির সামনে একা পেয়ে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে রাস্তায় ফেলে রাখে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি তরিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনিগত ব্যবস্থা গ্রহণ করা হবে।