বন্দরে যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ১ হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ কক্সবাজারের নারী মাদক কারবারি জোবাইদা (৪০) কে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি জোবাইদা সুদূর কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুবপালং ক্যাম্পস্থ ব্লক নং ডি বাসা নং ৮৪ এলাকার মৃত ওলা মিয়ার মেয়ে।
ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম বাদী হয়ে বুধবার (৫ ফেব্রুয়ারী) দুপুরে গ্রেপ্তারকৃত নারী মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৯(২)২৫।
ধৃত নারী মাদক কারবারিকে উল্লেখিত মামলায় ওই দিন দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে বন্দর উপজেলার মদনপুরস্থ ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের রাফি ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী চট্র মেট্রো ব ১১-১৫২৭ নাম্বারে যাত্রীবাহী হানিফ সুপার প্লাস পরিবহনে তল্লাশী চালিয়ে উল্লেখিত ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।