নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৬ ফেব্রুয়ারি ২০২৫

চাঁদা না দেয়ায় বন্দরে আকিজ সিমেন্ট কর্মকর্তাকে পিটিয়ে আহত

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:০৭, ৫ ফেব্রুয়ারি ২০২৫

চাঁদা না দেয়ায় বন্দরে আকিজ সিমেন্ট কর্মকর্তাকে পিটিয়ে আহত

বন্দরে ৫ লাখ টাকা চাঁদা না দেয়ায় আকিজ সিমেন্ট কোম্পানির একটা কর্মকর্তাকে পিটিয়ে আহত করেছে আমজাদ বাহিনী। গত ৩রা ফেব্রুয়ারি রাতে একরামপুর  আকবর হোটেলের সামনে এ হামলার ঘটনা ঘটে।

এঘটনায় কোম্পানির প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম বাদী  বুধবার (৫ ফেব্রুয়ারী) বন্দর থানায়  এ চাঁদাবাজি মামলা দায়ের করেন।  যার মামলা নং- ৮(২)২৫।

জানা গেছে, নাসিক ২৩ নং ওয়ার্ড কদমরসুল এলাকায় ২ শ ৩৮দিন  আগে আকিজ সিমেন্ট কোম্পানি কিছু জমি বায়না করে  নির্মাণ  কাজ করছিল। তার পর থেকে  কদমরসুল এলাকার  আমজাদ তার দলবল নিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।

এসময় দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক চাঁদা দিতে অস্বীকার করে। গত ৩রা ফেব্রুয়ারি রাতে আব্দুল মালেক কাজ শেষে বাসায় ফেরার পথে  একরামপুর  আকবর হোটেলের সামনে  পৌঁছালে আমজাদ ও তার লোকজন হামলা চালায়।

এসময় তার ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করেন।

বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যহত রেয়েছে।