নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৪ ফেব্রুয়ারি ২০২৫

ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের মজলিসে শুরা অধিবেশন অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২৩:১২, ৩ ফেব্রুয়ারি ২০২৫

ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের মজলিসে শুরা অধিবেশন অনুষ্ঠিত

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সঞ্চালনায় "মজলিসে শুরা অধিবেশন-২০২৫" অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় আইএবি মিলনায়তন, শিবু মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুহাম্মাদ আলী-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ সাইফুল ইসলাম-এর সঞ্চালনায় এ "মজলিসে শুরা অধিবেশন-২০২৫" অনুষ্ঠিত হয়।

সভাপতির আলোচনায় আব্দুল হান্নান বলেন, পরামর্শভিত্তিক কাজের মধ্যেই কল্যাণ নিহিত। কারণ আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে প্রেরণ করতে গিয়ে ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করেছিলেন। এর মাধ্যমে আল্লাহ মানবজাতিকে পরামর্শের গুরুত্ব বুঝিয়েছেন। পরামর্শের মাধ্যমে যে সিদ্ধান্ত হয় তার ওপর আল্লাহর রহমতের হাত থাকে।

সভাপতির আলোচনার পর ২০২৫ সেশনের ১৭ সদস্যের মজলিসে শুরা কমিটি ঘোষণা করা হয়।
মজলিসে শুরার সদস্যরা হলো: আব্দুর রহমান সজীব, আব্দুল্লাহ আল ইমরান, মুহাম্মাদ জিদান, মুহাম্মাদ আলী হোসাইন, তাশফী মাহমুদ সিয়াম, মুহাম্মাদ মূসআব জামান মাশরাফি, ইয়াছিন হোসেন, মুহাম্মাদ আবু বকর, মুহাম্মাদ ফয়সাল আহমেদ, মুহাম্মাদ জুনায়েদ হোসেন, মুহাম্মাদ আলাউদ্দিন, মুহাম্মাদ সালমান, মুহাম্মাদ রমজান হোসেন, মুহাম্মাদ রায়হান, মুহাম্মাদ শোয়াইব আহমেদ, নূরে আলম সিদ্দিকী এবং ইমরান আদনান।

এতে সংগঠনের সদস্যরা পরামর্শ ভিত্তিক কাজের গুরুত্ব এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
 

সম্পর্কিত বিষয়: