নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৪ ফেব্রুয়ারি ২০২৫

সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:৩৩, ৩ ফেব্রুয়ারি ২০২৫

সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দ্বীন ইসলাম (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরমিন নামে আরও একজন আহত হয়েছেন। সোমবার দুপুর ১টার দিকে সিদ্ধিরগঞ্জের ১০ পাইপ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

মারাত্মক আহত অবস্থায় দ্বীন ইসলামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টার দিকে তাকে মৃত ঘোষণা করে।

নিহতের বন্ধু মিরাজ জানান, নিহত দ্বীন ইসলাম আল বালাক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। দুপুরের দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি জালকুড়ি সড়কের ১০ পাইপ এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়।

মোটরসাইকেলে থাকা আরমিন ও দ্বীন ইসলামকে গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হয়। পরে দ্বীন ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত দ্বীন ইসলাম সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার হারুন সর্দারের ছেলে।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।