রূপগঞ্জের গোয়ালপাড়া এলাকায় সিলিন্ডার গ্যাসের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুর্বাচল ফায়ার সার্ভিয়ের দুটি ইউনিট আধাঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
রোববার (২ ফেব্রুয়ারি) বিকাল চারটার দিকে মিলন মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকান্ডে কোন হতাহতের খবর পাওয়া যায়নি এবং তাৎক্ষনিক আগুনের সুত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমানও নিরুপন করা যায়নি।
জানাগেছে, মিলন মিয়ার বাড়িতে ভাড়া নিয়ে ব্যালেডিয়াস বিজনেস সলুশন নামক ব্যানারে চার বছর ধরে সিলিন্ডার গ্যাসের ব্যবসা করতেন গোলাম কিবরিয়া। দোকানের পেছনে করেছিলেন গোডাউন। গোডাউনে বিভিন্ন সাইজের ৫ শতাধিক সিলিন্ডার গ্যাস ছিল।
পুর্বাচল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আল মাসুদ জানান, সিলিন্ডার গ্যাসের গোডাউনে আগুন লাগার খবর পাই বিকাল সোয়া চারটায়। পরে ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে আসি। দুটি ইউনিটের আধাঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ওই গোডাউনে প্রায় ৫ শতাধিক গ্যাসের সিলিন্ডার ছিল। যার দুই তৃতীয়াংশ সিলিন্ডার গ্যাস ভর্তি ছিল। আগুনের সুত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করা যায়নি।