নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১২ মার্চ ২০২৫

সিদ্ধিরগঞ্জে আগুনে পুড়ল বসতবাড়ি ও দোকান

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১১:৪৬, ২৭ জানুয়ারি ২০২৫

সিদ্ধিরগঞ্জে আগুনে পুড়ল বসতবাড়ি ও দোকান

সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়েছে ৫টি বসতবাড়ি ও ৩টি দোকান। সোমবার (২৭ জানুয়ারি) ভোরে দক্ষিণ কদমতলী নোয়াপাড়া এলাকায় মনিরের ভাড়াটিয়া বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে আদমজী নগর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এরআগেই বসতবাড়ির ভাড়াটিয়াদের ঘরের টিভি, ফ্রিজ ও আসবাবপত্রসহ এবং দোকানের মালামাল পুড়ে গেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত ঘটে তা জানা যায়নি। 

এ বিষয়ে আদমজী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া জানান, আমরা ভোর পাঁচটা পাঁচে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যাই।

আমাদের দুটি ইউনিট প্রায় ঘন্টা খানিক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণটিও প্রাথমিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।