নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

৩১ মার্চ ২০২৫

বন্দরে ২ সাঁজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৪  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৫:০৫, ২৬ জানুয়ারি ২০২৫

বন্দরে ২ সাঁজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৪  

বন্দরে পৃথক ৩টি সিআর মামলার ২ সাঁজাপ্রাপ্ত  আসামিসহ বিভিন্ন ওয়ারেন্টে ৪ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের শনিবার (২৬ জানুয়ারি) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে গত শুক্রবার (২৫ জানুয়ারি)  রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর উপজেলার  ফুলহর এলাকার মৃত ছমির উদ্দিন মিয়ার ছেলে ২টি  চেক ডিজনার মামলার ৩ বছর করে ৬ বছরের সাঁজাপ্রাপ্ত আসামী আনোয়ার হোসেন (৬৫) ও একই উপজেলার ধামগড় ইউনিয়নের নয়ামাটি এলাকার মৃত দুদু মিয়ার ছেলে চেক ডিজনার মামলার ৩ বছরের সাঁজাপ্রাপ্ত আসামী এমদাদ হোসেন (৬২) বন্দর থানার ফুলহর এলাকার আবুল খায়ের মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জাহিদ হাসান (২৫) ও বন্দর আমিন আবাসিক এলাকার নিজাম উদ্দিন মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শফিউদ্দিন খন্দকার (৪৫)।