বন্দরে রাস্তা পারাপারের সময় কার্গো চাপায় ইয়াসিন আরাফাত (২০) নামে এক শ্রমিক নিহতের ঘটনায় থানায় মামলা দায়েরের হয়েছে।
এ ব্যাপারে নিহত শ্রমিকের মা শাহিনূর আক্তার রুনা বেগম বাদী হয়ে গত বুধবার (২২ জানুয়ারী) রাতে আটককৃত চালক রিয়াদ হোসেনকে আসামী করে বন্দর থানায় সড়ক র্দূঘটনা আইনে এ মামলা দায়েরের করেন।যার মামলা নং- ৩১(১)২৪।
আটককৃত চালক রিয়াদ হোসেন লক্ষীপুর জেলার সদর থানার বালাইশপুর এলাকার আক্তার হোসেন মিয়ার ছেলে। আটককৃতকে উল্লেখিত মামলায় বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।
এর আগে গত বুধবার (২২ জানুয়ারী) সকাল ১০টায় বন্দর উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কেওঢালা পেপার মিলের সামনে এ র্দূঘটনাটি ঘটে।
নিহত শ্রমিক ইয়াসিন আরাফাত বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের লাউসার এলাকার মৃত আকরাম হোসেন মিয়ার ছেলে। সে কেওঢালা এলাকায় অবস্থিত রহমান স্পোর্টস ওয়ার লিমিটেডের নির্মাণ শ্রমিক।
উল্লেখ্য ,গত বুধবার সকাল ১০ টার দিকে ইয়াসিন আরাফাত রাস্তা পার পার হচ্ছিল। এসময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী লামিয়া মাইশা কার্গো সার্ভিস (ঢাকা মেট্রো ট ১৮-৫৯৫৫) একটি কার্গো চাপা দিলে ঘটনাস্থলে মারা যায় ইয়াসিন।
খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানার এস আই মতিউর রহমানসহ সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে এসে ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় উত্তেজিত জনতা ঘাতক চালক রিয়াদকে আটক করে পরে পুলিশে সোর্পদ করে।