নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২২ জানুয়ারি ২০২৫

হিরণ-লিটনের বিরুদ্ধে অভিযোগের পাহাড়, বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২৩:১৮, ১৯ জানুয়ারি ২০২৫

হিরণ-লিটনের বিরুদ্ধে অভিযোগের পাহাড়, বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজারুল ইসলাম হিরন ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটনের বিরুদ্ধে অভিযোগের পাহাড় । 

নানা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করে তাদের বহিষ্কারের দাবি জানিয়েছেন ইউনিয়ন বিএনপি'র নেতৃবৃন্দ। শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নে এক সংবাদ সম্মেলন করে তারা এই দাবি জানান। 

সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মুছাপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শাহিন আহমেদ বলেন, সম্প্রীতি বন্দর উপজেলা বিএনপি সভাপতি মাজহারুল ইসলাম হিরণ ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটন মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খানকে নিয়ে মিথ্যাচার ও তার বিরুদ্ধে নানান ধরনের বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

হিরন ও লিটন ২৮ শে অক্টোবরের পর কোন আন্দোলন সংগ্রামে ছিল না তারা একটি ছবিও দেখাতে পারবেনা। তারা যদি কোন একটি ছবি দেখাতে পারে তাহলে আমরা বন্দর উপজেলা বিএনপির নেতৃবৃন্দগুলো আর রাজনীতি করবো না।

শুধু তাই নয় গত ৫ই আগস্টের ছাত্র-জনতার আন্দোলন হল তাদের কোন ভূমিকা ছিল না। সভাপতিকে কোন কর্মসূচির কথা বললে উনি নিজেকে অসুস্থ দাবি করতেন। আর ৫ তারিখের পরের থেকে উনি পুরোপুরি সুস্থ হয়ে গেছেন। আর সেক্রেটারি লিটন তার ভাই হলেন বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুল কাদির।

আরেক ভাই হলেন মাদকসম্রাট কিছুদিন পূর্বে তার বিরুদ্ধে ১০ হাজার পিছ ইয়াবা সহকারে গ্রেপ্তারের পরে তাকে আদালত ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন। তার পরিবার হলো আওয়ামী লীগের পরিবার। বিগত ১৭টি বছর আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি আর সে কন্ট্রাক্টধারি করেছে আওয়ামী লীগের সাথে লেয়াজু করে। আর তার ভাইরা লুটপাট করেছে। আজকে বলে সেও নাকি বলে নির্যাতিত।

তিনি বলেন, হিরন সাব সবার কাছে বলে উনি নাকি ৪০বছর ধরে রাজনীতি করে। আর উনার লগে কার ছবি উনার লগে যত আওয়ামী লীগের নেতাকর্মীদের ছবি। জেলা পরিষদের নির্বাচনের পরে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মাসুম চেয়ারম্যান কে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন হিরন।

উনার লগে যত আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে সুসম্পর্ক ছিল। যারা গত ছাত্র আন্দোলন ও বিগত সময় আমাদের বিএনপি নেতাকর্মীদের উপরে হামলা মামলা নির্যাতন করেছে তাদের সাথেই সুসম্পর্ক বজায় রেখেছেন হিরন - লিটন। এই সবকিছুর প্রমাণ কিন্তু আমাদের কাছে আছে। আজকে উনাদের জন্য বন্দর উপজেলা বিএনপির সুনাম ও মান ইজ্জত যা আছে সব শেষ হয়ে যাচ্ছে।

সভাপতি আর সেক্রেটারি যে সকল কার্যক্রম করছে বিএনপির আর ইজ্জত সম্মান থাকবে না। বিএনপির ভাপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জনগণের পাশে থাকতে আর আমাদের সভাপতি হিরন সাহেব গিয়ে মানুষের জায়গা দখল করে। মানুষের জায়গা দখলতো করে আবার চাঁদাবাজি করে বিভিন্ন মিলস ফ্যাক্টরি থেকে জোরপূর্বক তারা মালামাল নামিয়ে আনেন। 

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে হিরন ও লিটনের বিরুদ্ধে বন্দর উপজেলা বিএনপির তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা অভিযোগ দিয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু এটার তদন্ত করছেন।

তদন্ত শেষে কিন্তু এটা রিপোর্ট আপনারা পাবেন। বন্দর উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদক যেভাবে চাঁদাবাজি ও লুটপাট করছে এটা তদন্ত কেন্দ্র থেকে করছে। এটার ফলাফল আপনার অতি শীগ্রই দেখতে পারবেন। 

সংবাদ সম্মেলনে বন্দর উপজেলা বিএনপির নেতা তাওলাদ মাহমুদ বলেন, আমি বরাবরই উপজেলা বিএনপির মাজারুল ইসলাম হিরনের বিরুদ্ধে নানা অপকর্মের প্রতিবাদ করেই যাচ্ছি। আমি কিন্তু আজও পর্যন্ত আমার এই প্রতিবাদের জবাব দিতে পারে নাই। তিনি ব্যর্থ তার এই সব কিছু অপকর্মেরই ডগুম্যান আমার কাছে আছে।

নিজের অপকর্ম কে ঢাকার জন্য তিনি মহানগর বিএনপির আহবায়ক একজন সাদা মনের মানুষ এডভোকেট সাখাওয়াত হোসেন খান জড়িয়ে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন। কিন্তু আমি বলতে চাই হিরন সাহেব শাক দিয়ে কিন্তু মাছ ঢাকা যায় না। নিজের অপকর্মকে ডাকতে আপনি ওনার বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছেন। 

তিনি আরও বলেন, মহানগর বিএনপির আহবাক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট ইউসুফ খান টিপু ভাইয়ের নেতৃত্বে আমরা সরকার বিরোধী আন্দোলনের সময় থেকে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছি। রাতে মশাল মিছিল ও সকালে লিফলেট বিতরণ করেছি নিজের জীবন ঝুঁকি নিয়েছি ইটভাটায় ঘুমিয়ে জীবনযাপন করেছি।

গত ৫ই আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের পূর্বে হিরন সাহেব ও লিটন সাহেব আপনারা কিন্তু রাজপথে ছিলেন না কোন একটা ডকুমেন্ট আপনারা দেখাতে পারবেন না। আর আমরা সাখাওয়াত - টিপু ভাইয়ের নেতৃত্বে নিজের জীবনে ঝুঁকি নিয়ে কিন্তু রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। মামলা হামলা সকল জীবনের মায়া ত্যাগ কর কিন্তু আমরা দলের জন্য কাজ করেছি আর আপনারা ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছেন।

৫ তারিখের পরে থেকে আসে আপনারা কি লুটপাট শুরু করে দিয়েছেন। আপনাদের বিরুদ্ধে আমরা কথা বলি দিকে এখন আপনারা আমাদের বিরুদ্ধে নানান অপবাদ দিচ্ছেন। আমরা অবিলম্বে হিরন ও লিটনের বহিষ্কারের দাবি জানাচ্ছি। 

এসময়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন , ধামগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: মহসিন  সিনিয়র যুগ্ম সাধারণ সম্পদাক হাবিবুর রহমান আপন, কলাছিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন, কলাগাছিয়া বিএনপির সিনিয়র সহ-সভাপতি হুমায়ূন কবির, সাংগঠনিক সজীব খন্দকার, মুছাপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মাসুদুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পদাক আঃ রহিম।

উপস্থিত, মুছাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অনিক আহম্মেদ, সহ-সভাপতি আবুল কালাম, দপ্তর সম্পদাক নূর আলম, ধামগড় বিএনপি সহ- সভাপতি কবির হোসেন প্রমুখ।