নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৩ এপ্রিল ২০২৫

বন্দরে শহীদ জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:২৯, ১৯ জানুয়ারি ২০২৫

বন্দরে শহীদ জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ মেজর জিয়াউর রহমানের ৮৯ তম জন্ম বার্ষিকী উপলক্ষে বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুলের সার্বিক তত্ত্বাবধানে   কলাগাছিয়া ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপি উদ্যাগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জানুয়ারি)  বাদ এশা বন্দর উপজেলা কলাগাছিয়া ইউনিয়নের হাজীপুর এলাকায় এ দোয়া অনুষ্ঠিত হয়।

কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়াড বিএনপি সভাপতি রাইসুল ইসলাম বাদল ঢালির সভাপতিত্বে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি শহিদ মেম্বার। মিলাদ ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক মেজবা উদ্দিন স্বপন। মিলাদ ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন হাজীপুর পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি হাজী মমিনুল হক, সমাজ সেবক মোতাহা, জাকির হোসেন,  কলাগাছিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি নেতা সুলতান, আসলাম, তাইজুল ইসলাম, সাঈদ, খোকন, নূরুল আমিন, আলমগীর, আলম, কাজী বাচ্চু, মোহাতার, হাতেমসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। মিলাদ ও দোয়া শেষে রান্না করা গরম খাবার বিতরণ করা হয়।