নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৮ জানুয়ারি ২০২৫

এমনভাবে কাজ করবেন যাতে মানুষ খুশিমনে  বিএনপিকে ভোট দেয় : রিয়াদ চৌধুরী

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:০৯, ১৭ জানুয়ারি ২০২৫

এমনভাবে কাজ করবেন যাতে মানুষ খুশিমনে  বিএনপিকে ভোট দেয় : রিয়াদ চৌধুরী

ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী (রিয়াদ চৌধুরী) দলীয়  নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা জানেন দেশনায়ক তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষ্যে ৩১ দফা হাতে নিয়েছে।

এই ৩১ দফায় মূল লক্ষ্য হচ্ছে, সর্বোপরি মানুষের সাধারণ জীবন যাপনের ব্যবস্থা করা। স্বাভাবিকভাবে যাতে মানুষ জীবন যাপন করতে পারে, ঝামেলমুক্তভাবে সমাজ ব্যবস্থা চলতে পারে সেটাই হচ্ছে লক্ষ্য। 

সেই লক্ষ্যে আপনারা মানুষের পাশে দাঁড়িয়ে এমনভাবে মানুষের সাথে মিশবেন, কাজ করবেন যাতে আগামী নির্বাচনে তাদের কাছে গিয়ে ভোট চাইতে না হয়। যাতে মানুষ এমতেই খুশিমনে বিএনপিকে ভোট দেয়।

তিনি সাবধান করে বলেন, এমন কোন কর্মকান্ড করবেন না যাতে আগামী নির্বাচনে মানুষের কাছে ভোট চাইতে আমরা বিব্রত বোধ করি। কারণ হচ্ছে, সমাজের বা দলের সকল মানুষ এক রকম না।

অনেকেই ভুলভ্রান্তি করতে পারে। আপনারা চিন্তা করবেন, আজকে থেকে সেই ভুলভ্রান্তি দূর করে আগামীতে মানুষের সেবা করে কিভাবে দলের ভাবমুর্তি উজ্জল করা যায় এবং সাংগঠনিক দক্ষতা কিভাবে বৃদ্ধি করা যায়। 

শুক্রবার (১৭ জানুয়ারী) বিকালে ফতুল্লা থানাধীন দাপা ব্যাংক কলোনী এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় রিয়াদ চৌধুরী আরও বলেন, শামীম ওসমান এ এলাকার সংসদ সদস্য থাকা অবস্থায় বিগত পনেরো বছরে শুধু ব্যাংক কলোনী নয় দাপা ফতুল্লা এবং ফতুল্লা থানার অর্ন্তগত বিভিন্ন এলাকাতে, সিদ্ধিরগঞ্জেও ব্যাপক হারে মাদক ব্যবসা, ইভটিজিং, কিশোরগ্যাং বৃদ্ধি পেয়েছিলো। 

যেহেতু এটি দীর্ঘদিনের একটি সমস্যা তাই আমি উপস্থিত নেতৃবৃন্দকে বলবো এলাকাবাসী ও প্রশাসনের যারা আছেন, তাদেরকে সঙ্গে নিয়ে এ সমস্যা সমাধানের জন্য উদ্যোগ নেবেন।

তিনি বলেন, ৫ তারিখের পরে যেহেতু প্রশাসন এখনও পূর্বের অবস্থায় ফিরতে পারেনি সেজন্য ইচ্ছা থাকলেও অনেক সময় প্রশাসন সাহস করে উঠতে পারে না এ মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য।

তাই আমি এখানকার নেতৃবৃন্দকে বলবো আপনারা এবং এলাকার মরুব্বি যারা আছেন তাদেরকে নিয়ে প্রশাসনের সহযোগীতায় মাদকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

প্রধান বক্তার বক্তব্যে ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার বলেন, বিএনপি নেতাকর্মীরা মানুষের কল্যানের জন্য কাজ করার চেষ্টা করে। ১৯৯১ সালে আমি ছাত্রদলের এ এলাকার দায়িত্বে ছিলাম। ২০০১ সালে আব্দুল খালেক টিপুও ছিলো আমিও ছিলাম।  আমি কিন্তু এলাকা ছেড়ে পালিয়ে যায়নি। আমরা কোন সন্ত্রাসী বাহিনী তৈরি করেনি, আমরা কিশোরগ্যাং তৈরি করেনি, আমরা মাদক ব্যবসার পৃষ্ঠপোষকতা করেনি। তাই আগামী দিনে বিএনপি নেতকর্মীদের পাশে আপনারা থাকুন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি তারেক রহমানের ৩১ দফা নিয়ে আপনাদের মঙ্গলের জন্য বিএনপি নেতাকর্মীরা আপনারাদের পাশে থাকবে।
বক্তব্য শেষে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন অতিথিবৃন্দরা। অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান (শুক্কুর মাহমুদ) ও ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো: আব্দুল খালেক (টিপু)। 

ফতুল্লা থানা তাঁতীদলের সভাপতি হাজী ইউনুস মাষ্টারের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: মাকসুদের সঞ্চালনায় এবং সাধারণ সম্পাদক মো: হানিফুর রশিদ ইমনের সার্বিক সহযোগীতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মো: মুসলিম আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মো: সাগর সিদ্দিকী, মো: জুয়েল আরমান, ফতুল্লা থানা বিএনপির সহ প্রচার সম্পাদক মো: মিলন ঢালী, ফতুল্লা থানা শ্রমিকদলের আহ্বায়ক শাহ আলম পাটোয়ারী, সদস্য সচিব আল আমিন, ১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল বাশার জামান, ফতুল্লা থানা তাঁতীদলের সিনিয়র সহ সভাপতি মো: হারুন অর রশিদ, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রেশাদ আহমেদ রাসেল, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম মোস্তফা অরুণ, সাধারণ সম্পাদক মো: আল মামুন, ফতুল্লা থানা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক মো: কামাল হোসেন, ফতুল্লা ইউনিয়ন যুবদলের সহ সভাপতি মো: মিঠু খাঁন, সহ সভাপতি রুবেল হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো: সৈকত রাজ, আসাদুজ্জামান রিপন, বাহার আলী জামে মসজিদের সাধারণ সম্পাদক হাজী মো: মিল্লাত, বিশিষ্ট সমাজ সেবক মো: শফিকুল ইসলাম, মো: আলমগীর হোসেন, মো: শ্যামল পাঠান, মো: আলাউদ্দিন হাজী প্রমূখ।