বন্দরে কিস্তির টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়ে শান্ত ইসলাম (১৬) নামে এক অটো চালক গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। নিহত অটো চালক শান্ত ইসলাম বন্দর উপজেলার বারপাড়াস্থ বাগান বাড়ি এলাকার মৃত নূর হোসেন মিয়ার ছেলে ।
আত্মহত্যা ঘটনার খবর পেয়ে পুলিশ গত বুধবার (১৪ জানুয়ারি) সকালে বন্দর উপজেলার বারপাড়া বাগানবাড়ি নিজ বাড়ি থেকে ওই মৃতদেহটি উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের পরিবার থানায় অপমৃত্যু মামলা দায়ের করে। পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহতের স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে এসে দুপুরে স্থানীয় কবরস্থানে দাফন সম্পর্ন করে।
নিহতের মা আয়েশা বেগম জানান, স্বামী হারা ছেলেকে নিয়ে বাসা বাড়িতে কাজ করে ছেলেকে বড় করেছি। সংসারের হাল ধরতে ব্রাক এনজিও থেকে ২ লাখ টাকা লোন তুলে দেড় লাখ টাকায় ছেলেকে একটি অটো কিনে দেওয়া হয়। গত ৫ জানুয়ারি বন্দরের সাবদি এলাকা থেকে যাত্রীবেশী ছিনতাইকারীরা অটো নিয়ে যায়।
গত ১০ জানুয়ারি ব্রাক এনজিওর কিস্তি দেয়ার তারিখ ছিল। সময় মত কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় এনজিওর চাপ সইতে না পেরে গত মঙ্গলবার গভীর রাতে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে শান্ত।
বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি তরিকুল ইসলাম বলেন, আত্মহনকারী পরিবারের কোন অভিযোগ না থাকায় তারা লাশ নিয়ে দাফন করেছেন।