লন্ডনে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন মুছাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) সকালে মুছাপুর ঈদগাহ কবরস্থান মদিনাতুল উলুম হাফেজিয়া নূরানী মাদ্রাসায় এই দোয়ার আয়োজন করা হয়।
এসময়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত ও লন্ডনে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ইটালী মিলান বিএনপির সভাপতি হোসেন মোহাম্মদ মনিরের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
দোয়ায় এসময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহিন আহমেদ, মুছাপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড মেম্বার আনোয়ার হোসেন, মুছাপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক অনিক আহমেদ, সহ- দপ্তর সম্পাদক নুর আলম, সদস্য মো. ইসলাম বিএনপি নেতা কেরামত আলীসহ বিএনপির নেতৃবৃন্দ।