বন্দরে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে পাষন্ড ছোট ভাইয়ের লাঠির আঘাতে বৃদ্ধা বড় ভাই নুরুল ইসলাম (৫৫) রক্তাক্ত জখম হয়েছে । জখমপ্রাপ্ত নুরুল ইসলাম বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের তাজপুর এলাকার মৃত জীবন মিস্ত্রি ছেলে। স্থানীয় এলাকাবাসী আহতকে জখম অবস্থায় উদ্ধার করে মাতুয়াইল হাসপাতালে প্রেরণ করেছে।
এ ঘটনায় আহত বড় ভাই নুরুল ইসলাম প্রাথমিক চিকিৎসা গ্রহন করে সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে বাদী হয়ে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি। এর আগে গত রোববার (১২ জানুয়ারি) বেলা ১১টায় বন্দর উপজেলা তাজপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ন তাজপুর এলাকার মৃত জীবন মিস্ত্রি ছোট ছেলে এরশাদ নূরের কোন বসত ভিটা না থাকার কারনে গত ২ বছর পূর্বে দিনমজুর বড় নুরুল ইসলাম ছোট ভাই এরশাদ নূরকে বাসবাস করার জন্য জায়গা দেন। পরে গত ১ বছর পূর্বে ছোট ভাই এরশাদ নূর মৃত্যুবরন করলে বসত ঘরটি পরিত্যক্ত হিসেবে থাকে।
এর ধারাবাহিকতা গত রোববার বেলা ১১টায় একই ইউনিয়নের শাঁসনেরবাগ এলাকার আব্দুল আজিজ মিয়া কুপরামর্শে দিনমজুর নুরুল ইসলামের অপর ছোট ভাই মিজান উক্ত বসত ভিটাটি জোর পূর্বক দখলের চেষ্টা করে।
ওই সময় বড় ভাই নুরুল ইসলাম বাধা প্রদান করলে এ ঘটনায় পাষান্ড ছোট ভাই মিজান ক্ষিপ্ত হয়ে লাঠি সোটা ও লোহার পাইপ দিয়ে হত্যার উদ্দেশ্য মাথায় আঘাত করে রক্তাক্ত কাটা জখম করে। ওই সময় হামলাকারি আব্দুল আজিজ মিয়া নুরুল ইসলামের সাথে থাকা নগদ সাড়ে ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এলাকাবাসী জানিয়েছে, মিজান একজন সন্ত্রাসী প্রকৃতি লোক। তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। তার অত্যাচারে তার অন্যান্য ভাই বোনেরা চরম ভাবে অতিষ্ট হয়ে উঠেছে।