নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫

সিদ্ধিরগঞ্জে প্রিয়ম কাঁচপুরীর সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মাহফিল

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:২১, ১৩ জানুয়ারি ২০২৫

সিদ্ধিরগঞ্জে প্রিয়ম কাঁচপুরীর সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মাহফিল

প্রিয়ম গ্রুপের চেয়ারম্যান সমাজ সেবক হাফেজ মাওলানা হাবিব উল্লাহ কাঁচপুরীর সুযোগ্য পুত্র প্রিয়ম কাঁচপুরীর ৩৩ তম জন্মদিনে উপলক্ষ্যে ও তাঁর সুস্বাস্থ্য কামানায় সিদ্ধিরগঞ্জের বিভিন্ন মাদ্রাসার অসহায় এতিম শিশুদের নিয়ে দোয়া কোরআন খানি ও দুপুরে খাবারের ব্যবস্থা করা হয়।

সোমবার (১৩ ই জানুয়ারি) দুপুরে নারায়নগঞ্জ সিদ্ধিরগঞ্জের হীরাঝিল নিজ ভবনে প্রিয়ম টাওয়ারে আয়োজন করা হয়। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত খাবারের আয়োজন চলবে বলে জানান হাফেজ মাওলানা হাবিব উল্লাহ কাচপুরী।

হাবিব উল্লাহ কাঁচপুরী বলেন, আমার একমাত্র সন্তান প্রিয়ম কাঁচপুরী আমাদের ঘর আলোকিত করে এ দিনে আমাদের মাঝে এসেছেন। আমার ছেলের আজ ৩৩ তম জন্মদিন।

ছেলের সুস্বাস্থ্য কামনায় আজ সোমবার বিভিন্ন মাদ্রাসার এতিম অসহায় শিশুদের নিয়ে দোয়া, কোরআনা খতম ও দুপুরে খাবারের ব্যবস্থা করেছি। আমার প্রানপ্রিয় সন্তান আলহাজ্ব প্রিয়ম কাচপুরীর জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন হাবিব উল্লাহ কাচপুরী।

সম্পর্কিত বিষয়: