নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৫ ফেব্রুয়ারি ২০২৫

জমিয়তে উলামায়ে ইসলাম ফতুল্লা থানার আয়োজনে দোয়া মাহফিল

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:১৯, ১১ জানুয়ারি ২০২৫

জমিয়তে উলামায়ে ইসলাম ফতুল্লা থানার আয়োজনে দোয়া মাহফিল

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সহ-সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানার আহবায়ক মাওলানা মুফাজ্জল ইবনে মাহফুজের পিতার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জানুয়ারী) বাদ আসর জেলা জমিয়ত কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম ফতুল্লা থানার আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় দোয়া মাহফিলে মাওলানা মুফাজ্জল ইবনে মাহফুজের পিতা সহ সকল কবরবাসীর মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

জমিয়তে উলামায়ে ইসলাম ফতুল্লা থানার যুগ্ম আহ্বায়ক হাফেজ মোহাম্মদ হানজালার সভাপতিত্বে এসময় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুফতি মনির হোসেন কাসেমী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি মুফতি হাবীবুর রহমান সরকার ও হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সাংগঠনিক সম্পাদক মাওলানা তাজুল ইসলাম আব্বাস সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
 

সম্পর্কিত বিষয়: