নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৫ ফেব্রুয়ারি ২০২৫

ইসলামী ছাত্র আন্দোলন ফতুল্লা থানা শাখার সম্মেলন অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:০৮, ১১ জানুয়ারি ২০২৫

ইসলামী ছাত্র আন্দোলন ফতুল্লা থানা শাখার সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার উদ্যোগে শনিবার অনুষ্ঠিত হয়েছে "থানা সম্মেলন-২০২৫"। সম্মেলনে বক্তারা নীতি ও আদর্শের পরিবর্তনের ওপর জোর দিয়ে বলেন, "নেতা পরিবর্তনের পাশাপাশি নীতি পরিবর্তন না হলে জাতির মুক্তি সম্ভব নয়।"

সম্মেলনের সভাপতিত্ব করেন ফতুল্লা থানা শাখার সভাপতি মুহাম্মাদ সাইদুর রহমান। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ্। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি হাফেজ মুহাম্মাদ আমীন উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুহাম্মাদ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানার সভাপতি মুহাম্মাদ শফিকুল ইসলাম।

বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে দেশ অনেক নেতা পরিবর্তন দেখেছে, তবে নীতি ও আদর্শে কোনো মৌলিক পরিবর্তন হয়নি। বক্তারা আরও উল্লেখ করেন, "দেশে প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ইনসাফ কায়েম করতে হলে নিজেকে পরিবর্তনের মাধ্যমে সমাজ পরিবর্তনে এগিয়ে আসতে হবে।"

সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তাদের সহযোগী সংগঠনের বিভিন্ন কার্যক্রমের ভূমিকা তুলে ধরে বক্তারা জানান, তারা শিক্ষার্থীদের নৈতিক ও আত্মিক উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেন।

সম্মেলনের শেষ পর্যায়ে নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুহাম্মাদ আলী ফতুল্লা থানার ২০২৪ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং ২০২৫ সেশনের নতুন কমিটি গঠন করেন। নতুন কমিটির দায়িত্বশীলরা হলেন: সভাপতি সাইদুল ইসলাম সিয়াম, সহ-সভাপতি মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক: মিরাজ মোর্শেদ।

সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ফতুল্লা থানার সাবেক নেতৃবৃন্দ এবং দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
 

সম্পর্কিত বিষয়: