নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৫ ফেব্রুয়ারি ২০২৫

ওসির বিরুদ্ধে ঘুষ বানিজ্য ও অনৈতিক কর্মকান্ডের অভিযোগ

কাঁচপুরে হাইওয়ে পুলিশের সাথে সাংবাদিকদের মতবিনিময় 

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:০৩, ১১ জানুয়ারি ২০২৫

কাঁচপুরে হাইওয়ে পুলিশের সাথে সাংবাদিকদের মতবিনিময় 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে হাইওয়ে পুলিশ কাঁচপুর থানা পুলিশ। শনিবার (১১ জানুয়ারি) দুপুরে হাইওয়ে পুলিশের কাঁচপুর থানা ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

ঢাকা-চট্রগ্রাম ও সিলেট মহাসড়কের শিমরাইল, ভুলতা ও কাঁচপুরে নিষিদ্ধ যানবাহন সিএনজি, ব্যাটারি চালিত ইজিবাইক, লেগুনা, নাফ পরিবহন, শিমরাইল পরিবহনসহ অন্যান্য পরিবহন অবাধে চলাচল ও মহাসড়কজুড়ে ফুটপাত এবং কাঁচপুর হাইওয়ে পুলিশের ঘুষ বাণিজ্য ও অনৈতিক কর্মকান্ড বন্ধকরনসহ মহাসড়কে শ্খৃৃলা ফিরিয়ে আনার লক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সিদ্ধিরগঞ্জ, রুপগঞ্জ, সোনারগাঁ ও বন্দর থেকে প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার অর্ধশত সংবাদকর্মী অংশ গ্রহন করেন।  

কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোরশেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের গাজীপুর অঞ্চলের পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদোন্নতি প্রাপ্ত) ড. আ.ক.ম আক্তারুজ্জামান বসনিয়া। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত) সীমা রাণী দাস। 

এ সময়ে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই মো. আবু নাঈম সিদ্দিকী, ভুলতা ক্যাম্পের ইনচার্জ টিআই আলী আশরাফ ও ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. হুমায়ুনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ। 

সভায় ওসি কাজী ওয়াহিদ মোরশেদের বিরুদ্ধে যানবাহন, ফুটপাত ও থ্রীহুইলার থেকে ঘুষ বাণিজ্যের অভিযোগসহ মহাসড়কে নানা বিশৃঙ্খলার কথা তুলে ধরা হয়। তবে ওসি কাজী ওয়াহিদ মোরশেদ এ অভিযোগ অস্বীকার করেন।

প্রধান অতিথি পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদোন্নতি প্রাপ্ত) ড. আ.ক.ম আক্তারুজ্জামান বসনিয়া মতবিনিময় সভায় সংবাদকর্মীদের উত্থাপিত অভিযোগ ও সমস্যা গুলো ধৈর্য্যধরে শুনেন এবং  যথাযথ ব্যবস্থা গ্রহন করার আশ্বাস দিয়ে বলেন মহাসড়কে শ্খৃৃলা ফিরিয়ে আনার জন্য আমরা আন্তরিকভাবে কাজ করছি। 

পুলিশের অন্যায় অপরাধ করছে স্বীকার করে প্রধান অতিথি বলেন, পুলিশ ভাল কাজও করছে, ৫ আগষ্টের পর গত অক্টোরবর মাসে হাইওয়ে পুলিশের গাজীপুর অঞ্চলের সকল এলাকায় মাত্র ২০০ যানবাহনের নামে মামলা হয়েছে আর সেখানে আমরা গত ডিসেম্বর মাসে এক মাসে ৬ হাজার ৬০০ যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। 

উল্লেখ্য, অভিযোগ রয়েছে হাইওয়ে পুলিশের ওসি ওয়াহিদ মোরশেদকে ম্যানেজ করে কাঁচপুর থেকে শিমরাইলমোড়ে উল্টোপথে সিএনজি, ব্যাটারি চালিত ইজবাইক অবাধে চলাচল করছে এবং মহাসড়কজুড়ে বসেছে অবৈধ দোকানপাট। 

এছাড়াও বাস, মিনিবাস, কাভার্ডভ্যান, ট্রাক পিকাপ ও নিষিদ্ধ যানবাহন থেকে ওসি প্রতি মাসে কয়েক লাখ টাকা ঘুষ আদায় করছেন বলে অভিযোগ রয়েছে।