আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়নে অবৈধ ভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন এর অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় আনোয়ার হোসেন নামের এক যুবদল নেতাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অবৈধভাবে স্থাপিত পাইপ অপসারণ করা হয়েছে।
শনিবার বিকালে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিন এই জরিমানা আদায় করেন।
সহকারী কমিশনার ভূমি নঈম উদ্দিন জানান, কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদল নেতা আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে কালাপাহাড়িয়া এলাকার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।
গোপনে খবর পেয়ে ডেজার জব্দ করে আনোয়ার হোসেন কে এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাত হোসেন জানান, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।