নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১১ জানুয়ারি ২০২৫

কাশিপুরে কোকো স্মরণে শীতবস্ত্র বিতরণ ও ফুটবল টুর্নামেন্ট

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:১৩, ১০ জানুয়ারি ২০২৫

কাশিপুরে কোকো স্মরণে শীতবস্ত্র বিতরণ ও ফুটবল টুর্নামেন্ট

কাশিপুর ফরাজীকান্দা বন্ধুমহলে উদ্যোগে আরাফাত রহমান কোকোর স্মরণে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ এবং শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সরকারি তোলারাম কলেজের সাবেক ভিপি মাশুকুল ইসলাম রাজিব। 

শুক্রবার ( ১০ জানুয়ারি) বিকেল চারটায় কাশীপুর ফরাজীকান্দা ক্লাব সংলগ্ন মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। খেলাশেষে ফাইনাল খেলার চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। 

নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির সদস্য ওমর ফারুক শোভনের সভাপতিত্বে ও মো.আবিরের সঞ্চালনায় এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জিএস শাহ আলম ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার, ফরাজীকান্দা পঞ্চায়েত কমিটির সভাপতি আলী আক্কাস সরদার, মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব ছলিম মোল্লা, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব সাইদ কবির মোল্লা, মতিন সরদার, আমান উল্লাহ সরকার, কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মঈনুল হোসেন রতন, কাশিপুর ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা আলম রতন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসাইন, সদস্য নুর আহমেদ সোহেল ভূঁইয়া, সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান শ্যামল, আরিফুল ইসলাম, নাজমুল হক, রুবেল কিবরিয়া,অপু ভূঁইয়া, নাজমুল হাসান রাব্বিসহ অনেকেই।