সভাপতি ও সাধারন সম্পাদক ছাড়াই বন্দরে কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারী)বিকেল ৪টায় কলাগাছিয়া ৮ নং ওয়ার্ডের চুনাভূড়া হোসাইনিয়া মাদরাসা মাঠ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদককে ছাড়াই আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার ঘটনায় তৃনমূল বিএনপি নেতাকর্মীদের মাঝে র্তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আলোচনা সভায প্রধান অতিথি বক্তব্যে মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউছার আশা বলেন, সবাই সাবধান হয়ে যান। কোন ব্যাক্তির অপর্কমের দায়ভার দল গ্রহন করবে না। বিএনপিকে বির্তকিত করার জন্য কিছু কুচক্রি মহল বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে আসছে। তাদেরকে কঠর হস্তে দমন করা হবে।
মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি ও বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আওলাদ হোসেন, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মহসিন প্রধান, জুয়েল, পান্না, বিএনপি নেতা হুমায়ন মোল্লা, স্বেচ্ছাসেবক দল নেতা পাপ্পু, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনির হোসেন, ৮নং ওয়ার্ড বিএনপি নেতা আল আমিনসহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।