বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন এর বন্দর থানা পশ্চিম শাখা সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারী) সকাল ১০টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ডস্থ বন্দর কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন শহীদ সোহরাওয়ার্দী ক্লাবে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইসলামী ছাত্র আন্দোলন বন্দর থানা পশ্চিম'র সভাপতি আব্দুল্লাহ আল সাঈদ'র সভাপতিত্বে সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন না'গঞ্জ মহানগরের সভাপতি এইচ এম শামীম আদনান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন একই কমিটির সহ-সভাপতি নোমান আদনান । বিশেষ অতিথি হিসিবে বক্তব্য রাখেন আলহাজ্ব মুহাম্মদ আবুল হাসেম প্রমূখ। সম্মেলনে শতাধিক নেতা-কর্মী অংশ গ্রহণ করেন ।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ ইসলামী আন্দোলন দুনিয়ার ক্ষমতা, লোভ লালসার জন্য রাজনীতি করে না। কোন চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলদারিত্ব কায়েমের জন্য রাজনীতি করে না। ইসলামী আন্দোলন এদেশের আপামর জনসাধারণের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে। দেশ থেকে সুদ, ঘুষ ও দুর্নীতি দূরীকরণের জন্য রাজনীতি করে।
সম্মেলনে মো: মেহেদী হাসানকে সভাপতি, মো: ইউসুফ আহমদকে সহ-সভাপতি ও মো: নাজমুল ইসলাম রাফিন'কে সাধারণ-সম্পাদক করে ৩ সদস্য বিশিষ্ট বন্দর থানা আংশিক কমিটি ঘোষণা করা হয়।