নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১০ জানুয়ারি ২০২৫

সোনারগাঁয়ে শীতের উষ্ণতার কম্বল উপহার দিল জামায়াতে ইসলামী

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:৪৪, ৯ জানুয়ারি ২০২৫

সোনারগাঁয়ে শীতের উষ্ণতার কম্বল উপহার দিল জামায়াতে ইসলামী

শীতের তীব্রতার কারণে সোনারগাঁয়ে উপজেলায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী সনমান্দী ইউনিয়ন শাখার উদ্যোগে সোনারগাঁয়ে সনমান্দী ইউনিয়নে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃস্পতিবার (০৯ জানুয়ারি) বিকেলে সোনারগাঁয়ে সনমান্দী ইউনিয়নে হরিহরদী  বাজার মাঠে দু'শতাধিক মানুষের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়।

সনমান্দী ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর সাবেক সভাপতি ফৌরদীস রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সনমান্দী ইউনিয়ন সভাপতি মাওলানা মোমেন।

বিশিষ্ট সমাজ সেবক ও মালেশিয়া প্রবাসী মামুরদী সোহানুর রহমান সবুজের সার্বিক তত্বাবধানে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন কেন্দ্রীয় মজলিস সূরা সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী  প্রিন্সিপাল ড.মো.ইকবাল হোসেন ভুঁইয়া।বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনারগাঁ দক্ষিণ সেক্রেটারি মুহাম্মদ আসাদুল ইসলাম,সনমান্দী হাসান খাঁন উচ্চ বিদ্যালয়ের সদস্য ও সমাজ সেবক মুহাম্মদ  সাখাওয়াত হোসেন সৈকত,সনমান্দী ইউনিয়ন শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহসভাপতি আবদুল সাত্তার(আর্মি),আশরাফুল ইসলাম প্রমুখ।

শীতবস্ত্র বিতরণের সময় প্রিন্সিপাল ড. মো.ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, চলমান শীত মৌসুমে নগরীর অসহায় মানুষগুলো মানবেতর জীবনযাপন করছেন। সারাদেশের মতো সোনারগাঁয়ে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠী ও শ্রমজীবী মানুষ শীতে কষ্ট পাচ্ছেন। এ অবস্থায় আমরা আমাদের সীমিত সামর্থ্য নিয়ে শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি।

শীত নিবারণে উষ্ণতার কম্বল পেয়ে খুশি অসহায় দুঃস্থ ও প্রতিবন্ধী শীতার্ত মানুষেরা। তারা জামায়াতে ইসলামীর এই মহতী উদ্যোগের প্রশংসা করেন।