নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১০ জানুয়ারি ২০২৫

রূপগঞ্জে দাবিকৃত চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম 

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:২৪, ৯ জানুয়ারি ২০২৫

রূপগঞ্জে দাবিকৃত চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম 

রূপগঞ্জে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে সাইদুর মিয়া নামের এক ব্যবসায়ীকে চাঁদাবাজরা পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে উপজেলার পূর্বাচল উপশহরের ল্যাংটার নমাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত সাইদুর মিয়া বলেন, তিনি রাজউকের সাথে কথা বলেই ল্যাংটার মেলার পাশে কয়েকটি দোকান বসিয়েছেন। এই দোকানে বেশ কয়েকদিন যাবত পূর্বাচল ১০ নং সেক্টর এলাকার চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজ ইয়াবা সাইদুল, সুমন, শাহিনুল, নুরা চাঁদা দাবি করে আসছিল।

এরই জের ধরে বুধবার রাতে ইয়াবা সাইদুল, সুমন, শাহিনুল, নুরাসহ অজ্ঞাত ১০/১৫ জন মিলে দেশীয় অস্ত্র নিয়ে আমার ওপর হামলা চালায়। এসময় হামলাকারীরা রড দিয়ে আমার মাথায়, মুখে, পায়ে বেধড়ক পেটাতে থাকে।

এসময় আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়র উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ করেন। 

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।