রূপগঞ্জে সুন্দর বাংলাদেশ গড়তে তারুন্যের উৎসব নামে রচনা, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে গোলাকান্দাইলে ইউনিয়ন পরিষদ।
বুধবার (৮ জানুয়ারি) দুপুরে গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলাকান্দাইল ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছির মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন- সাপ্তাহিক আমাদের রূপগঞ্জ পত্রিকার সম্পাদক মো. হানিফ মোল্লা, ইউপি সদস্য মো. বাচ্চু মিয়া, রফিকুল ইসলাম ভুঁইয়া, তপন কুমার ঘোষ, জামাল উদ্দিন মিয়া, আক্তার হোসেন, নুরুল ইসলাম, নাঈম ভুঁইয়া, রেখা আক্তার, নুর জাহান বেগম, শিল্পী আক্তার, গোলাকান্দাইল উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ সহ আরো অনেকে। এ সময় বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করেন অতিথিবৃন্দ।
তিনটি ক্যাটাগরিতে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিশেষ ক্যাটাগরিতে রচনা, বির্তক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করেন গোলাকান্দাইল ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া।
তিনি বলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নিদের্শণায় এবং রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকতা মো. সাইফুল ইসলামের সহযোগিতায় গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদ তারুন্যের বাংলাদেশ গড়তে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে উপস্থিতিদের মাঝে খাবার বিতরণ করা হয়।