নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৮ জানুয়ারি ২০২৫

পূর্ব গোপাল নগরে রাসেলের অত্যাচারে অতিষ্ঠ গার্মেন্টস কর্মী শিল্পী

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২৩:০৩, ৬ জানুয়ারি ২০২৫

পূর্ব গোপাল নগরে রাসেলের অত্যাচারে অতিষ্ঠ গার্মেন্টস কর্মী শিল্পী

ফতুল্লা থানার বক্তাবলী ইউনিয়নের  পূর্ব গোপাল নগরের মৃত বশির উদ্দিন এর ছেলে  বখাটে সন্ত্রাসী রাসেলের (৩৭) অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ।

অভিযোগ সূত্রে জানা যায় বখাটে রাসেল দীর্ঘদিন যাবত ফতুল্লা থানার এনায়েতনগর, মুসলিম নগর নয়াবাজার এলাকার বিদ্যালয় ছুটি হলে, গার্মেন্টস ছুটি হলে রাস্তার পাশে একদল বখাটে নিয়ে ইভটিজিং করে বেড়ায়। অত্যাচারের ভয়ে, লজ্জায়  অনেকেই মুখ ফোটে কিছু বলতে পারেনা।

বক্তাবলীর চর নরসিং পুরের প্লামি গার্মেন্টসের কর্মী  মুসলিম নগর এলাকার মনির হোসেনের মেয়ে শিল্পী (২৭) কোয়ালিটি ওয়ার্কার হিসেবে প্লামী গার্মেন্টস এ কাজ করেন,তিনি জানান আমাদের গার্মেন্টস ছুটি হলেই সন্ত্রাসী ও বখাটে রাসেল তার দলবল নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে এবং অশ্লীল কথা বলে, এমনকি কু প্রস্তাব দেয় যদি রাজি না হই তুলে নিয়ে যাওয়ার হুমকি প্রদান করেন। মাঝে মাঝে গভীর রাতে বাড়িতে এসে বাহির থেকে বিভিন্ন কু প্রস্তাব দিতে থাকে।

এবিষয়ে অভিযোগকারী শিল্পী জানান আমার ১/১/২৫ রাতে রাত ৯ টার দিকে অফিস ছুটি শেষে বাড়ি যাওয়ার পথে বক্তাবলী রোড কাওয়াপাড়া এলাকায় রাসেলের নেতৃত্বে একদল বখাটে আমাকে পথরূদ্ধ করে, তারপর গায়ে হাত দিলে আমি চিৎকার করি আশেপাশে লোকজন আসলে আমাকে প্রান নাশের হুমকি দিয়ে বখাটে বাহিনী পালিয়ে যায়।  যাওয়ার সময় বলে যায় কাউকে কিছু বললে আমার ছোট সন্তান কে মেরে ফেলবে।

এছাড়া ও এলাকাবাসী জানান কিশোর গ্যাং ছিচকে সন্ত্রাসী রাসেলের অত্যাচারে আমরা অতিষ্ঠ, আমাদের এলাকা শিল্পাঅঞ্চল হওয়ায়   বিভিন্ন জেলা থেকে আশা শ্রমিকরা আমাদের এলাকায় বাস করেন। তবে রাসেলের মতো এই ধরনের কিশোর গ্যাং থাকায় শ্রমিক ও ভাড়াটিয়া শূন্য হচ্ছে কর্মব্যস্ত  এলাকা। খোজ নিয়ে জানা যায় রাসেল বিবাহিত এবং তার সন্তান রয়েছে।

রাসেলের স্ত্রীর সাথে যোগাযোগ করে জানা যায় লম্পট ও চরিত্রহীন হওয়ার কারনে একাধিকবার তাকে নিয়ে বিচার শালীসের সম্মুখীন হয়ে সর্বশেষ গত মাস খানেক ধরে সে বাসায় থাকেনা।  

সম্পর্কিত বিষয়: