ছাত্র-জনতার আন্দোলনে মো. সাব্বির (২০) নামের এক তরুণ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নারায়ণগঞ্জ- ৪ আসনের সাবেক সাংসদ এমকেএম শামীম ওসমানকে প্রধান আসামি করে ১৫৬ জনের বিরুদ্ধে আরও একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। একই অজ্ঞাত আসামি হিসেবে আ:লীগ ও সহযোগী সংগঠনের আরও ২০-৩০ জন নেতাকর্মীকে রাখা হয়।
ভুক্তভোগী নিজে বাদী হয়ে নারায়ণগঞ্জ আদালতে আবেদন করলে আদালতের নির্দেশে সোমবার (৬ জানুয়ারি) সিদ্ধিরগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে বলে সন্ধ্যায় নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম।
এই মামলার এজাহারনামীয় আসামিদের মধ্যে রয়েছে- শামীম ওসমানপুত্র অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতিসহ নারায়ণগঞ্জ ও ঢাকাসহ বিভিন্ন জেলার ব্যক্তিবর্গরা।
মামলার কাগজ সুত্রে জানা গেছে, ২৫ জুলাই দুপুর ২ টার সময়ে ছাত্র-জনতা চিটাগাংরোডে আন্দোলন করাকালীন সময়ে ১-১৫৬ নং ও অজ্ঞাত আসামিরা আগ্নেয়াস্ত্র রিভলবার, পিস্তল, কাটা রাইফেল ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হোন। এরপর ১-১৫ আসামির নির্দেশে ও ১৬-৬৫ নং আসামির অর্থায়নে ও ৬৬-৮০ নং আসামির পরিকল্পনায় আন্দোলনরত মানুষের উপর অতর্কিতভাবে গুলিবর্ষণ করে।
সেসময় ভুক্তভোগী সাব্বির গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঘটনাস্থলের কয়েক মানুষ নারায়ণগঞ্জ খানাপুর ৩০০ শষ্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্যে নিয়ে যান।
এদিকে উক্ত ঘটনা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঘটা সত্বেও হত্যা চেষ্টার এই মামলায় আসামি করতে দেখা গেছে ঢাকা, মাদারীপুর, সাতক্ষীরা, গোপালগঞ্জ, রাজশাহী, ঝালকাঠি, মেহেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, যশোর এবং কুমিল্লা জেলার মানুষকে।
নারায়ণগঞ্জের বাহিরের মানুষকেও আসামি করার কারণ জানতে চাইলে (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, এই মামলার আবেদন কোর্ট থেকে এসেছে। আমরা কোর্টের নির্দেশে মামলা নিয়েছি। তাই আসামি সম্পর্কে আমাদের জানা নেই। এটা বাদী ভালো বলতে পারবেন।
মামলার আসামিদের তালিকা :
১। এ.কে.এম শামীম ওসমান, সাবেক সাংসদ নাঃগঞ্জ-৪, সাং- উত্তর চাষাড়া, থানা ও জেলা- নারায়ণগঞ্জ।
২। অয়ন ওসমান, পিতা- এ.কে.এম শামীম ওসমান (সাবেক সাংসদ
নাঃগঞ্জ-৪), সাং- উত্তর চাষাড়া, থানা ও জেলা- নারায়ণগঞ্জ।
৩। মতিউর রহমান মতি, ৬নং ওয়ার্ড কাউন্সিলর, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।
৪।আজমেরী ওসমান, পিতা- মৃত. এ.কে.এম নাসিম ওসমান, সাং- নাগিনা ভিলা, উত্তর চাষাড়া, থানা ও জেলা- নারায়ণগঞ্জ।
৫। মোহাম্মদ সাইদ খোকন, (অর্থের যোগানদাতা) পিতা- মৃত মোহাম্মদ হানিফ, সাং- বাসা- ৭৯/২, নাজিরা বাজার লেন, সদর- ১১০০, কোতয়ালী, জেলা- ঢাকা।
৬। মোঃ আব্দুল খালেক মিয়া, পিতা- মৃত আব্দুল মাজিদ মৃধা, সাং- চর কমলাপুর, পল্লী কুমারপাড়, থানা- শিবচর, জেলা- মাদারীপুর, বর্তমান সাং- হাউজ নং- ২৯, ফ্ল্যাট নং- বি-২, রোড নং- ১০০, গুলশান-২, থানা- গুলশান, জেলা- ঢাকা।
৭। আনোয়ার হোসেন, পিতা- মৃত সুলতান আহমাদ, সাং- হাউজ নং- ৬. রোড নং- ১, থানা- ধানমন্ডি, জেলা- ঢাকা।
৮। মোঃ ছাদেকুর রহমান ভুইয়া, (আওয়ামী লীগ ক্যাডার), পিতা- অজ্ঞাত, সাং- পলিটেকনিক, থানা- তেজগাঁও শিল্পাঞ্চল, জেলা- ঢাকা।
৯। মোঃ জসিম, সহ-সভাপতি, বাংলাদেশ ট্রাক কভার্ডভ্যান ড্রাইভার ইউনিয়ন, পিতা- মৃত মোজাম্মেল হক, সাং- মানিকার হাট, জেলা- ভোলা, বর্তমান সাং- পলিটেকনিক, থানা- তেজগাঁও, জেলা- ঢাকা।
১০। মোঃ জালাল শেখ, শিল্পাঞ্চল থানা শ্রমিকলীগ সভাপতি, সাং- বিসমিল্লাহ মঞ্জিল, মধ্য বেগুনবাড়ি, পলিটেকনিক, থানা- তেজগাঁও, জেলা- ঢাকা।
১১। মোঃ আলমগীর, সহ- সাধারন সম্পাদক, ট্রাক কভার্ডভ্যান ড্রাইভার ইউনিয়ন, পিতা- মৃত শুক্কর আলী, সাং- ওয়ার্ড নং- ২, বড় মালিকা, বোরহানউদ্দিন, জেলা- ভোলা, বর্তমান সাং- ১নং রেলগেইট, থানা- তেজগাঁও, জেলা- ঢাকা।
১২। আলহাজ্ব নজরুল ইসলাম লিটন, (অস্ত্রের যোগানদাতা) পিতা- মৃত সিদ্দিক উল্লাহ, সাং- তেজগাঁও, জেলা- ঢাকা।
১৩। তরুন বেগী, পিতা- লাল বেগী, সাং- লক্ষীনারায়ণ মিলস, মেথরপট্টি, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।
১৪। আজিম, পিতা- গফুর মিয়া,
১৫। মোঃ নাহিদ, পিতা- মৃত আনোয়ার হোসেন
১৬। হাজী মোক্তার, পিতা- মোঃ মুগরব আলী,
১৭। মোঃ আবু সাঈদ, পিতা- মোর্শেদ আনোয়ার,
২১। মোঃ মনির ওরফে ডায়িং মনির, পিতা- অজ্ঞাত, সর্ব সাং- পশ্চিম লামাপাড়া, ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ।
২২। আঃ হালিম, পিতা- আঃ জব্বার, সাং- কদম তলী, ওয়ার্ড নং- ৭, বর্তমানে দিগুবাবুর বাজার, নারায়ণগঞ্জ সদর, জেলা- নারায়ণগঞ্জ।
২৩। মোঃ জসিম কন্ট্রাকটার, পিতা- মৃত সামাদ সরদার সাং- কাস্টমের মোর, কোতালেরবাগ, ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ।
২৪। মোঃ রুপক, (ছাত্রলীগ আর্মস ক্যাডার), পিতা- আঃ হক, সাং- এসকে মডেল, ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ।
২৫। মোঃ জহিরুল হক রিপন, পিতা- মোঃ হাবিবুর রহমান মোল্লা ২৬। মোঃ জুবায়ের (শাহীন)
২৭। মোঃ ওয়াসিম, (শ্রমিক লীগ নেতা), সর্ব সাং- সস্থাপুর, ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ।
২৮। মোঃ আবু সেলিম, পিতা লাবু মিয়া, সাং- হোল্ডিং নং- ১১৮, মেইন রোড, বাউনিয়া ১২৩০, তুরাগ, জেলা- ঢাকা।
২৯। রফিয়ান আহমেদ, সাধারন সম্পাদক, বন্দর থানা শ্রমিকলীগ, পিতা- ডাঃ মশিউর রহমান, সাং- ১৯নং ওয়ার্ড, লক্ষারচর, দক্ষিনপাড়া, মদনগঞ্জ, পোঃ মদনগঞ্জ, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ।
৩০। মোঃ শরিফ হোসেন, পিতা- মৃত সামছুল হক সরকার, সাং- নতুন বাজার, আদমজী, সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।
৩১। সঞ্জয় সরকার, ৩২। সনজিত সরকার মতি, উভয় পিতা- সদানন্দ সরকার, উভয় সাং- কদমবাড়ি দিঘির পার, কদম বাড়ি, থানা-রাজৈর, জেলা-মাদারীপুর।
৩৩। বিধান সরকার, (অস্ত্র সরবরাহকারী ও চেয়ারম্যান কদমবাড়ি ইউনিয়ন পরিষদ) রাজৈর, মাদারীপুর,
৩৪। মোঃ ফারুক, (সদস্য বাস্তুহারা লীগ), পিতা- মাহাফুজ প্রধান, সাং- পূর্ব লামাপাড়া, ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ।
৩৫। মোঃ রনী, সভাপতি, তরুণ লীগ ফতুল্লা থানা, পিতা- বাবুল মিয়া পশ্চিম লামাপাড়া, ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ।
৩৬। আনোয়ার হোসেন রাজিব, পিতা- মৃত সামছুদ্দিন প্রামানিক, সাং- নদ্দাপাড়া ক্লাব মোড়, দক্ষিণ খান, পোঃ দক্ষিণ খান ১২৩০, এ/পিঃ দক্ষিণ কায়েমপুর, ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ।
৩৭। সাকিব, ছাত্রলীগ আর্মস ক্যাডার, পিতা- মৃত সবুজ মিয়া, সাং- দক্ষিণ কায়েমপুর, ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ।
৩৮। রায়হান সানজিদ, ছাত্রলীগ আর্মস ক্যাডার, পিতাঃ শাহ আলাম ড্রাইভার, সাং দক্ষিণ কায়েমপুর, ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ।
৩৯। সাজ্জাদ নাঈম, ছাত্রলীগ আর্মস ক্যাডার, পিতাঃ নজরুল ইসলাম সরকার, সাং- দক্ষিণ কায়েমপুর, ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ।
৪০। শহিদুল ইসলাম,
৪১। মিন্টু, উভয় পিতা- রুহুল আমিন, সাং- কামতাল, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ, এ/পি সাং- জাদ্দেরগাঁও দড়িকান্দি, থানা- সোনারগাও, জেলা- নারায়ণগঞ্জ,
৪২। ইকবাল হোসেন, ৭নং ওয়ার্ড যুবলীগ সভাপতি, সাং- দক্ষিণ কায়েমপুর, ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ।
৪৩। নজরুল ইসলাম সরকার, পিতা- ওসমান আলী, সাং- দক্ষিণ কায়েমপুর, ফতুল্লা, নাঃগঞ্জ, বর্তমান সাং- ৮/এ ধানমন্ডি আবাসিক এলাকা, টিএসও-১২০৯, জেলা- ঢাকা।
৪৪। মিন্টু জামান, (যুবলীগ আমর্স ক্যাডার) পিতা- দেলোয়ার হোসেন দিলু, সাং- রাঢ়ীকান্দি, থানা- মতলব উত্তর, জেলা-চাঁদপুর, বর্তমান সাং-দক্ষিণ কায়েমপুর, ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ।
৪৫। শাহ আলম ড্রাইভার, পিতা- অজ্ঞাত, সাং- দক্ষিণ কায়েমপুর, ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ।
৪৬। মনির হোসেন, ছলিমাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, পিতা মৃত মতিউর রহমান, সাং- মিরপুর, উপজেলা-বাঞ্ছারামপুর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, বর্তমান সাং- সাহেবপাড়া, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
৪৭। মোঃ ফরিদুল ইসলাম, পিতা- মোঃ শুক্কর আলী, সাং- ভাঙ্গাজোলা, রুপসী, অষ্টমনিষা, জেলা- পাবনা, বর্তমান সাং- সাহেবপাড়া, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
৪৮। হিমেল (১৮), ছাত্রলীগ ক্যাডার, পিতা- মকবুল, উভয় সাং- ১৬২/৩ এল.এন.এ রোড, পশ্চিম দেওভোগ, থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা- নারায়ণগঞ্জ।
৪৯। ফরহাদ হোসেন তন্ময়, (যুবলীগ আর্মস ক্যাডার), পিতাঃ আবদুর রশিদ, সাং- ইসদাইর কাপরাপট্টি, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ।
৫০। লালন, (যুবলীগ আর্মস ক্যাডার), পিতা- আবদুর রশিদ, সাং- ইসদাইর কাপরাপটি, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ।
৫১। নিলয় আহমেদ, (যুবলীগ আর্মস ক্যাডার), পিতা- সামছুল, সাং- ইসদাইর কাপরাপটি, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ।
৫২। মোঃ মাইনউদ্দিন, পিতা মো: হামদু মিয়া, সাং- চরলহনিয়া দক্ষিণ পাড়া, পো: ভুরভুরিয়া, ইউনিয়নঃ ফরদাবাদ, থানা- বাঞ্ছারামপুর, জেলা- বি-বাড়ীয়া, বর্তমান সাং- সাহেবপাড়া, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
৫৩। মোঃ শাহাদাৎ হোসাইন (রিংকু), পিতা- মোঃ আবু তাহের (খোকা মাষ্টার), মাতা- ঝর্না বেগম, সাং- চরলহনিয়া (বেপারী বাড়ি), পো: ভূরভূরিয়া, ইউনিয়ন- ফরদাবাদ, থানা বাঞ্ছারামপুর, জেলা- বি- বাড়ীয়া, বর্তমান সাং- সাহেবপাড়া, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
৫৪। কাউয়ুম, সোনারগাঁ থানা মৎসজীবী লীগ সভাপতি, পিতা-মৃত বাবুর আলী বেপারী, সাং-এলাহিনগর (পশ্চিমপাড়া), থানা- সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ।
৫৫। মিজানুর রহমান, পিতা- মৃত নুরুদ্দিন, সাং-এলাহিনগর (পশ্চিমপাড়া), থানা- সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ।
৫৬। মেহেদী, পিতা- জালাল মিয়া, সাং-এলাহিনগর (পশ্চিমপাড়া), থানা- সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ।
৫৭। শরীফ, পিতা-মৃত ছালাউদ্দিন, সাং-এলাহিনগর (পশ্চিমপাড়া), থানা- সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ।
৫৮। শহিদ, পিতা- মৃত মুনছুর আলী, সাং- এলাহিনগর (পশ্চিমপাড়া), থানা- সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ।
৫৯। হুমায়ুন, (যুবলীগ সভাপতি শম্ভুপুরা ইউনিয়ন), পিতা- নুর হোসেন, সাং- এলাহিনগর (পশ্চিমপাড়া), থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ।
৬০। জসিম, পিতা- আব্দুর রহমান, সাং- জাইদেরগাও, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ।
৬১। বিল্লাল, সাংগঠনিক সম্পাদক উপজলা ছাত্রলীগ, পিতা- জসিম, সাং- জাইদেরগাও, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ।
৬২ । মোঃ লিটন খান, পিতা- পান্নান মিয়ার বাড়ী, সাং- দেউলভোগ, শ্রীনগর -১৫৫০, মুন্সীগঞ্জ, বর্তমান সাং- সানারপাড়, সিদ্ধিরগঞ্জ, নাঃগঞ্জ।
৬৩। সাইদুর রহমান খান, সাং- ফ্ল্যাট নং: ১৩, তৃতীয় তলা, বাসা নংঃ ১/জি/১, মিরবাগ, হাতিরঝিল থানা, ঢাকা, বর্তমান সাং- সাহেব পাড়া, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
৬৪। মো: বাবু মিয়া, (নবীনগর উপজেলা ছাত্রলীগ আর্মস ক্যাডার), পিতা- মো: অরুন মিয়া, সাং- জল্লীকান্দি, উপজেলা- নবীনগর জেলা- ব্রাহ্মণবাড়িয়া, বর্তমান সাং- সাহেবপাড়া, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
৬৫। সেলিনা বেগম, (নবীনগর উপজেলা মহিলা আওয়ামী লীগনেত্রী), সাং- জল্লীকান্দি, নবীনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, বর্তমান সাং- মোগরাপাড়া, সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ।
৬৬। মোঃ অলিউল্লাহ মুন্সি, (সভাপতি ১ নং ওয়ার্ড আওয়ামীলীগ কাইতলা উত্তর ইউপি), পিতা- মৃত লাল মিয়া মুন্সি,
৬৭। মোঃ আমীর হোসেন (কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, ১নং ওয়ার্ড আওয়ামীলীগ, কাইতলা উত্তর ইউপি), পিতা- হাজী নোয়াব মিয়া,
৬৮। মলাই মিয়া, (ইউনিয়ন আওয়ামী লীগ নেতা) পিতা- হাজী নোয়াব মিয়া,
৬৯। মোঃ মনির মিয়া (কার্যকরি সদস্য, ১নং ওয়ার্ড আওয়ামীলীগ, কাইতলা উত্তর ইউপি), পিতা- হাজী নোয়াব মিয়া,
৭০। মোঃ মেহেদী হাসান (কার্যকরি সদস্য, ১নং ওয়ার্ড আওয়ামীলীগ, কাইতলা উত্তর ইউপি), পিতা- কামরুজ্জামান,
৭১। মোঃ নজরুল ইসলাম, (কার্য্যকরি সদস্য, ১নং ওয়ার্ড আওয়ামী লীগ, কাইতলা উত্তর ইউপি), পিতা- আব্দুল খালেক,
৭২। মোঃ বোরহান উদ্দিন, কার্য্যকরি সদস্য, ১নং ওয়ার্ড আওয়ামীলীগ, কাইতলা উত্তর ইউপি), পিতা- অলিউল্লাহ মুন্সি, সর্ব সাং- ব্রাহ্মণহাতা, সর্ব ইউপি- কাইতলা উত্তর, সর্ব থানা: নবীনগর জেলা: ব্রাহ্মণবাড়িয়া, বর্তমান সাং-মোগড়াপাড়া, সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ
৭৩। সাইফুল ইসলাম, (সদস্য জেলা ছাত্রলীগ, ব্রাহ্মণাড়িয়া), পিতা- ফরিদ উদ্দিন, সাং- নারই, কাইতলা উত্তর ইউপি, উপজেলা- নবীনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, বর্তমান সাং- সাহেবপাড়া, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
৭৪। মোঃ আঃ লতিফ খান, পিতা- নুর মোহাম্মদ খান, সাং- ১নং ওয়ার্ড বাউফল, জেলা- পটুয়াখালী, বর্তমান সাং- সাহেবপাড়া, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
৭৫। মোখলেছুর রহমান, (সিনিয়র সহ সভাপতি কাইতলা উত্তর ইউনিয়ন আওয়ামীলীগ), পিতা- রগু মিয়া, গ্রাম- নয়াগাঁও, উপজেলা- নবীনগর জেলা: ব্রাহ্মবাড়িয়া, বর্তমান ঠিকানা: মুগড়াপাড়া সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ।
৭৬। শুরুর মিয়া, পিতা- খুরশেদ মিয়া, সাং- মোক্তারামপুর, কান্দাপাড়া, থানা-নবীনগর, জেলা- বি-বাড়িয়া, বর্তমান সাং- সাহেবপাড়া, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
৭৭। বুলবুল আহমেদ, পিতা- মৃত নানু মিয়া, সাং- মোক্তারামপুর, কান্দাপাড়া, নবীনগর, জেলা-বি-বাড়িয়া, বর্তমান সাং- সাহেবপাড়া, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
৭৮। চৌধুরী রেজাউল করিম (লিটন), পিতা- চৌধুরী মতিউর রহমান, সাং- কাকৈসার, থানা- গোসাইরহাট, জেলা- শরীয়তপুর, বর্তমান সাং- সাহেবপাড়া, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
৭৯। তানজীন নূর ইফতি, যুবলীগ নেতা, পিতা- মৃত হাজী নুরুজ্জামান, সাং- খানপুর, নাঃগঞ্জ সদর, জেলা- নারায়ণগঞ্জ,
৮০। কাজী ইমরান, পিতা- কাজী ইদ্রিস, সাং- মাসুমাবাদ, রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ,
৮১। মোঃ অপু, পিতা- জহির ভান্ডারী, সাং- ৮নং ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ,
৮২। আল আমিন, পিতা- ফনি দারোয়ান, সাং- মাসুমাবাদ, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ,
৮৩। মোফাজ্জল মাষ্টার, পিতা- মীর বক্স, সাং- এস.ও মন্ডল পাড়া, ১নং সড়ক, ৬নং ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ,
৮৪। স্বপন মিয়া, পিতা- জুরুল,
৮৫। মাহফুজ মাষ্টার, পিতা- সায়েদ মিয়া, উভয় সাং- মানিক্যমুড়ি, পোঃ বিনাউড়ি, থানা- কসবা, জেলা- বি-বাড়িয়া, বর্তমান সাং- সাহেবপাড়া, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
৮৬। রমজান আলী, পিতা- আম্বর আলী, সাং ও পোঃ সুলতানপুর মধ্যপাড়া, থানা ও জেলা- বি-বাড়িয়া, বর্তমান সাং- সাহেবপাড়া, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
৮৭। নুরুল ইসলাম খলিফা, পিতা- রুহুল আমিন খলিফা, সাং- ৩৩৫, ভুইয়া সড়ক, রুপাতলি, বরিশাল সদর, জেলা- বরিশাল, বর্তমান সাং- দেলপাড়া, ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ।
৮৮। মোঃ সোহেল, যুবলীগ ক্যাডার, পিতা- মৃত আক্কাস আলী বেপারী, সাং- পোষ্ট অফিস রোড (ফকির বাড়ী), থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ।
৮৯। মোঃ হান্নান, পিতা- মৃত আবুল হাসেম, নতুন বাজার, আদমজী, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
৯০। মোঃ লেলিন, (শামীম ওসমানের আর্মস ক্যাডার) পিতা- মোঃ জলিল, সাং- জালকুড়ি, সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ,
৯১। মোঃ মজিবুর, পিতা- মৃত মনসুর আলী, সাং- উজান কলকিহারা, থানা- বকশিগঞ্জ, জেলা- জামালপুর, বর্তমান সাং- সাহেবপাড়া, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
৯২। মোঃ মানিক, পিতা- মকফর আলী, সাং- মৌজা বামুনিয়া, পোঃ বামুনিয়া, থানা- ডোমার, জেলা- নীলফামারী, এ/পি- পশ্চিম লামাপাড়া, ফতুল্লা, নাঃগঞ্জ।
৯৩। অপু মোল্লা, পিতা- দেলু মোল্লা, সাং- ৮নং ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জ, নাঃগঞ্জ।
৯৪। সাদ্দাম, পিতা- আতাবর, সাং- ঘাড়মোড়া সর্দারবাড়ী, থানা- বন্দর, নারায়ণগঞ্জ।
৯৫। দালাল ফরহাদ, পিতা- আসমত মিয়া, সাং- রূপালী জন্ডিস গলির আগের গলি, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ।
৯৬। জাহিদ, পিতা- অলি হাজী, সাং- আলীগঞ্জ, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
৯৭। গাজী জীবন, পিতা- গাজী কালাম,
৯৮। দেওয়ান সেলিম, পিতা- দেওয়ান জলিল
৯৯। মোঃ আলী হোসেন চেরকি, পিতা- মৃত নানু চেরকি, সর্ব সাং-
মসিনাবন্দ পূর্ব, থানা ও জেলা- নারায়ণগঞ্জ।
১০০। রুমি, ১০১। সামছু রনি, উভয় পিতা- মৃত শরীফ, উভয় সাং- ব্যাংক কলোনী মসজিদ সংলগ্ন, থানা ও জেলা- নারায়ণগঞ্জ।
১০২। মোঃ আব্দুল খালেক সরদার, পিতা- মৃত মোহরালি সরদার, বর্তমান সাং- ৪৪৫, গুলবাগ, থানা- মতিঝিল, জেলা- ঢাকা, স্থায়ী সাং- দুলবালা, পীরগাজন, থানা- কালিগঞ্জ, জেলা- সাতক্ষীরা।
১০৩। তরিকুল ইসলাম, পিতা- মোন্নাফ মোল্লা, স্থায়ী সাং- বর্নী, থানা- টুঙ্গিপাড়া, জেলা- গোপালগঞ্জ।
১০৪। মোঃ নাইমউদ্দিন সাফা, পিতা- মোঃ নাসিরউদ্দিন, সাং- খাজে দেওয়ান ১ম লেন পোস্তা, থানা- লালবাগ, জেলা- ঢাকা।
১০৫। মোঃ রফিকুল ইসলাম, পিতা- ফুল মোহাম্মদ, সাং- বাড়ি নং- ১৮৬, হড়গ্রাম, রাজশাহী কোর্ট-৬২০১, রাজপাড়া, জেলা- রাজশাহী,
১০৬। মোঃ ফরিদুল ইসলাম, পিতা- মোঃ শুরুর আলী, সাং- ভাঙ্গাজোলা, রুপসী, অষ্টমনিষা, জেলা- পাবনা, বর্তমান সাং- সাহেবপাড়া, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
১০৭। মোঃ ফারুক হোসেন, দপ্তর সম্পাদক, বাস্তুহারালীগ, পিতা- মাহফুজ প্রধান, সাং- পূর্ব লামাপাড়া, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ,
১০৮। তুহিন খান, পিতা- রোস্তম আলী, সাং- চর চানডাইল, থানা- বরিশাল সদর, জেলা- বরিশাল, এ/পি- উত্তর চাষাড়া, থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জ।
১০৯। নবী হোসেন, পিতা- ভোলা ঘটক, সাং- কমলখালী, উলিপুর, রংপুর, এ/পি- কাঁচপুর ব্রীজ সংলগ্ন, সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ। ১১০। মোঃ ফয়সাল আরাফাত রুপম, পিতা- মৃত আকবর,
১১১। আলমগীর হোসেন, পিতা- রাজা মিয়া, উভয় সাং- সিয়ারচর বড়বাড়ী, খানকা মসজিদ, ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ।
১১২। জামাই সেলিম, সদস্য ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ, সাং- রামারবাগ, ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ।
১১৩। মোঃ মতিন ভূইয়া, পিতা- মৃত নিয়াজ উদ্দিন ভূইয়া, সাং- তারাব পৌরসভা ৬নং ওয়ার্ড, রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।
১১৪। মোঃ আনোয়ার হোসেন, (আজমেরী ওসমানের ক্যাডার) পিতা- মোঃ আঃ হাসেম, সাং- পশ্চিম লামাপাড়া, ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ,
১১৫। আমির হামজা, ৬নং ওয়ার্ড ছাত্রলীগ, পিতা- জামান মোল্লা,
১১৬। নুর হোসেন মোল্লা, ৬নং ওয়ার্ড যুবলীগ, পিতা- মৃত ছাত্তার মোল্লা,
১১৭। শরিফ ভূইয়া, ৬নং ওয়ার্ড সদস্য যুবলীগ, পিতা- হাসিবুর রহমান (বাসি) সর্ব সাং- সুতালারা, বরপা, রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।
১১৮। ফাহিমা, সাধারন সম্পাদক মহিলা আওয়ামীলীগ, পিতা- আঃ মান্নান হাওলাদার, সাং- ইউনিয়ন কাউন্সিল অফিস সংলগ্ন, কাশিপুর, ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ।
১১৯। আনোয়ার হোসেন রেজা, পিতা- গনি শিকদার, সাং- পুকুরজনা, থানা- কোতয়ালী, জেলা- পটুয়াখালী, বর্তমান সাং- বাড়ি নং- ৭, রোড- ৫, ব্লক-সি, মিরপুর শাহ আলী, ঢাকা।
১২০। আব্দুল লতিফ খান (বাবুল), পিতা- নুর মোঃ খান, সাং- বাউফল ১নং ওয়ার্ড, থানা- বাউফল, জেলা- পটুয়াখালী, বর্তমান সাং- মীর হাজারীবাগ, থানা- যাত্রাবাড়ী, ঢাকা, ১২১। আঃ রাজ্জাক, পিতা- আমির উদ্দিন,
১২২। মোঃ রহিম বাদশা, (আজমতের ক্যাডার যুবলীগ কর্মী) পিতা- জমির আলী, সাং- রামারবাগ, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
১২৩। আখি নুর চৌধুরী, সহ সভাপতি- জাতীয় পার্টি, বন্দর উপজেলা, পিতা- কবির আহমেদ চৌধুরী, সাং- উইলসন রোড, ২২নং ওয়ার্ড নাসিক, বন্দর, নারায়ণগঞ্জ।
১২৪। তানভীর কবির বিপ্লব, পিতা- অজ্ঞাত, সাং- গাংনি, মেহেরপুর, ঠিকানা- ক ৫৮ কুড়িল চৌরাস্তা, ভাটারা, ১২২৯ ঢাকা।
১২৫। মোঃ রফিকুল ইসলাম, পিতা- ফুল মোহাম্মদ, সাং- বাড়ি নং- ১৮৬, হড়গ্রাম, রাজশাহী কোর্ট-৬২০১, রাজপাড়া, জেলা- রাজশাহী।
১২৬। মোঃ শহীদ হোসেন, পিতা- সাদন আলী মুন্সী, সাং- কামদেবপুর মুন্সিবাড়ি, থানা- নলছিটি, জেলা- ঝালকাঠি।
১২৭। মোঃ সালাউদ্দীন, আওয়ামীলীগ, ওয়াড, সেক্রেটারি, পিতা- মৃত খোদা বকস, সাং- জুগিন্দা, পোঃ ইসলামনগর, উপজেলা-গাংনী, জেলা- মেহেরপুর।
১২৮। মোঃ আব্দুল শেখ, সভাপতি- যুবলীগ ইসলামনগর ইউনিয়ান পিতা- মৃত হানিফ শেখ, সাং- জুগিন্দা, পোঃ ইসলামনগর, উপজেলা- গাংনী, জেলা- মেহেরপুর।
১২৯। মোঃ ফিরোজুল, আওয়ামিলীগ ওয়ার্ড সভাপতি, পিতা- মোঃ গোলাম শাহ, সাং- বাহাগুন্দা উপজেলা- গাংনী জেলা: মেহেরপুর।
১৩০। নিজাম খা, সদস্য যুবলীগ বিজয়নগর উপজেলা, পিতা- অজ্ঞাত, সাং- গ্রাম- খাঠিখা, ইউনিয়ন- পাহাড়পুর বিজয়নগর, উপজেলা ও জেলা- ব্রাহ্মনবাড়িয়া।
১৩১। সিরাজুল ইসলাম শিশু, সহ সভাপতি কৃষকলীগ পত্তন ইউনিয়ন, পিতা- মহেব আলী, সাং- আদমপুর, ইউনিয়ন- পত্তন, বিজয়নগর, উপজেলা ও জেলা- ব্রাহ্মনবাড়িয়া।
১৩২। জাকারিয়া মোল্লা, সহ সাংগঠনিক সম্পাদক আঃলীগ বিজয়নগর উপজেলা, পিতা-রোকনউদ্দিন মোল্লা, সাং- আদমপুর, ইউনিয়ন- পত্তন, বিজয়নগর, উপজেলা ও জেলা- ব্রাহ্মনবাড়িয়া। বর্তমান সাং- সাহেবপাড়া, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
১৩৩। মোহাম্মদ আহমেদ আলী (মেয়র)। পিতা- মৃত বশির উদ্দিন, সাং- গাংনী ৪ নং ওয়ার্ড, গাংনী পৌরসভা, পোঃ গাংনী, থানা- গাংনী, জেলা- মেহেরপুর।
১৩৪। মোহাম্মদ মোশারেফ হোসেন, গাংনী থানা যুবলীগ সভাপতি, পিতা- মৃত জুলহাস, সাং- গাংনী পৌরসভা ৮ নং ওয়ার্ড, পোঃ- গাংনী, থানা- গাংনী, জেলা-মেহেরপুর,
১৩৫। মোঃ মেহেদী হাসান, সহ সাংগঠনিক সম্পাদক মজিবনগর থানা যুবলীগ, পিতা- মোঃ মুস্তাকিন আলী, সাং- কোমরপুর, পোঃ মুজিবনগর কমপ্লেক্স, মজিব নগর, জেলা- মেহেরপুর।
১৩৬। বাপ্পি হোসেন, যুগ্ম সম্পাদক লেবুতলা ইউনিয়ন ছাত্রলীগ, পিতা- শহিদুল ইসলাম, সাং- লেবুতলা, পোঃ লেবুতলা, থানা- যশোর সদর, যশোর।
১৩৭। আবু হানিফ (জুয়েল), সাবেক সভাপতি, ছাত্রলীগ, ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট শাখা, সাবেক সাংগঠনিক সম্পাদক,
সরাইল উপজেলা যুবলীগ, ব্রাহ্মণবাড়িয়া, পিতা- মৃত আবু ওসমান, সাং- বারিউড়া, ইউপি- নোয়াগাঁও, থানা-সরাইল, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। বর্তমান সাং- মুক্তধারা হাউজিং সোসাইটি, গ্রাম:- শ্রীখন্ডিয়া (মোল্লা মার্কেট), পো:- আশুলিয়া, থানা:- আশুলিয়া, উপজেলা- সাভার, জেলা- ঢাকা।
১৩৮। আল আমিন চৌধুরী, পিতা- মৃত খালেক চৌধুরী, সাং- সারদল, নলছিটি, জেলা- ঝালকাঠি, বর্তমান সাং- দেলপাড়া, ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ।
১৩৯। মোঃ খোরশেদ আলম, পিতা- মোঃ হাসু মাদবর, সাং- কুতুব আইল, ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ।
১৪০। মোঃ খোকন মিয়া, সভাপতি শ্রমিকলীগ গুলিস্তান ইউনিট, পিতা- মোঃ সোনা মিয়া, সাং- শুভকরদি, জাহাঙ্গীরনগর, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ।
১৪১। মোঃ আবু তাহের, সভাপতি জাতীয় শ্রমিক পার্টি নারায়ণগঞ্জ জেলা, সাং- দাপা ইদ্রাকপুর, ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ।
১৪২। মোঃ শাহজাহান, যুবলীগ নেতা, পিতা- অজ্ঞাত, সাং- উত্তর তোতা ভূমি, আনন্দপুর, থানা-ব্রাক্ষ্মনপাড়া, জেলা- কুমিল্লা।
১৪৩। রাজিব ভট্টাচার্য, (আওয়ামীলীগ ক্যাডার), পিতা- প্রদীপ ভট্টাচার্য, সাং-১০২৭ নবীনগর, থানা-নবীনগর, ব্রাক্ষনবাড়িয়া, এ/পি- সানারপাড়, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
১৪৪। মোঃ আয়েছ আলী ভূইয়া, (আওয়ামীলীগ ক্যাডার), পিতা- মৃত দোলুব আলী ভূইয়া, সাং- বরপা, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।
১৪৫। সুলতান মাহমুদ, আওয়ামীলীগ নেতা, পিতা- মৃত চান মিয়া সরকার, সাং- আরাফাত নগর, ভূইগড়, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ।
১৪৬। মোঃ তুহিন সরকার, যুবলীগ নেতা, পিতা- আলমগীর সরকার,
১৪৭। মোঃ আলামিন সরকার, পিতা- রুহুল আমিন সরকার, উভয় সাং- সাং- লাকসীপপুর, পোঃ ঘোরাদারী, থানা- উত্তর মতলব, জেলা- চাঁদপুর, উভয় হাল সাং- উত্তর চাষাড়া, থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা- নারায়ণগঞ্জ।
১৪৮। মোঃ রাসেল শিকদার, (আওয়ামীলীগ ক্যাডার), পিতা- মোঃ কাশেম আলী সিকদার, সাং- মাসাব, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।
১৪৯। মোঃ আব্দুল্লাহ দিপু, (আওয়ামীলীগ ক্যাডার), পিতা- মৃত ফালান শিকদার, সাং- বরপা পূর্বপাড়া, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।
১৫০। আকতার সিকদার, (আওয়ামীলীগ ক্যাডার), পিতা- মোঃ আমির
উদ্দিন শিকদার, সাং- বরপা, আড়িয়াব, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।
১৫১। কবির, পিতা- ফুলু খা,
১৫২। রহিম, পিতা- লুতু খা,
১৫৩। করিম উল্লা, পিতা- ভাসানী, সর্ব সাং- আকবর নগর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ।
১৫৪। মন্নাফ, পিতা- মৃত জমির খা, সাং- সিপাহীপাড়া, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ।
১৫৫। শুকুর, পিতা- পাগল খা, সাং- আকবর নগর ট্রলারঘাট, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ।
১৫৬। খন্দকার মনির হোসেন, (আওয়ামীলীগ ক্যাডার), পিতা- মৃত খন্দকার শুকুর মাহমুদ, সাং- পশ্চিমগাঁও, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।