নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৭ জানুয়ারি ২০২৫

বন্দরে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ 

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:১৮, ৫ জানুয়ারি ২০২৫

বন্দরে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ 

দুর্ণীতি, অনিয়ম ও অর্থ আত্নসাতের অভিযোগে বন্দরে শেখ জামাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক ও  আওয়ামীলীগের নেত্রী খন্দকার শামীমা আক্তার মুন্নির পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। 

রোববার (৫ জানুয়ারী)সকাল ১০টায় বন্দর উপজেলার হালুয়াপাড়াস্থ স্কুল প্রাঙ্গনে এ কর্মসূচি পালন করা হয়েছে।  মানববন্ধনে শিক্ষক- শিক্ষার্থীদের সঙ্গে  অংশ নেন অভিভাবক ও এলাকাবাসী।

মানববন্ধনে বক্তরা বলেন, বন্দর উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক শামীমা আক্তার মুন্নি  দলীয় প্রভাবে শেখ জামাল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন। 

স্কুলে যোগদানের  পর থেকে  তিনি দলীয় প্রভাব বিস্তার করে  একক সিন্ধান্ত পরিচালনা ও  দুর্নীতি,  অনিয়ম, অর্থআত্নসাতের অভিযোগে ম্যানেজিং কমিটি  তাকে  বরখাস্ত করেন ।  

বরখাস্তকৃত প্রধান শিক্ষিকাকে স্কুলে পুণবহাল রাখতে একটি মহল তদবির চালাচ্ছেন। দুর্নীতিবাজ শিক্ষিকাকে পদত্যাগের দাবি জানান।