বন্দর উপজেলা মহিলা আওয়ামীলীগের সম্পাদীকা শামীমা আক্তারকে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অপসারিত প্রধান শিক্ষিকাকে পুনর্বহাল করতে চাপ প্রয়োগ ও হুমকি দমকির অভিযোগ উঠেছে উপজেলা বিএনপি সভাপতি মাজহারুল ইসলাম হিরণের বিরুদ্ধে।
ধামগড় ইউপির হালুয়াপাড়া এলাকায় অবস্থিত শেখ জামাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমা আক্তারকে অপসারণের দাবিতে গত ৩ রা ডিসেম্বর ইউএনও বরাবর অভিযোগ দায়ের করে শিক্ষার্থীরা। এ প্রেক্ষিতে স্কুল ম্যানেজিং কমিটি ১০ ডিসেম্বর প্রধান শিক্ষিকাকে বরখাস্ত করেন ।
আওয়ামীলীগের পদপদবির ক্ষমতার দাপটে নানা অপকর্মে বরখাস্তকৃত প্রধান শিক্ষিকাকে পুনর্বহাল করতে উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ সংশ্লিষ্টদের চাপ সৃষ্টি করছেন বলে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী ।
শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী জানান, বন্দর উপজেলা মহিলা আওয়ামীলীগের সম্পাদিকা শামীমা আক্তার ক্ষমতার দাপটে শেখ জামাল উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে প্রধান শিক্ষিকাকে হিসাবে দায়িত্ব পালন করছিল।
ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগের পর দুর্নীতিবাজ শিক্ষককে অপসারণের দাবি জানিয়ে শিক্ষার্থীরা বম্দর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের বিষয়টি ম্যানেজিং কমিটি অবগত করা হলে ম্যানেজিং কমিটি তৎক্ষনাৎ প্রধান শিক্ষিকা শামীমা আক্তারকে অপসারণ করেন। বরখাস্তকৃত প্রধান শিক্ষিকাকে স্কুলে পুনর্বহাল রাখতে বিএনপি নেতা হিরণ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিক মাসুদকে ডেকে নিয়ে চাপ সৃষ্টি করছে বলে তারা অভিযোগ করেন।
এব্যপারে বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ চাপ সৃষ্টি ও হুমকি দমকি বিষয়টি অস্বীকার বলেন, শেখ জামাল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিককে ডেকে এনে প্রধান শিক্ষিকা শামীমা আক্তারকে দুই মাসের সুযোগ দেয়ার জন্য বলা হয়েছে। ওই মহিলা যদি খারাপ হয়, তাহলে আমরাই বাদ দিয়ে দিবো।