ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানা শাখার আয়োজনে থানা সম্মেলন শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় বাইতুল হাবীব মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন রূপগঞ্জ থানা শাখার সভাপতি মুহাম্মাদ রমজান আলী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মাদ মিরাজ হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম। তিনি তার বক্তব্যে ইসলামী আদর্শে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুহাম্মাদ আলী। তিনি বলেন, "ইসলামী ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের নৈতিকতার মশাল জ্বালাতে কাজ করছে, যা আমাদের সমাজকে আদর্শিক পথে পরিচালিত করবে।"
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানা শাখার সভাপতি মুফতী ইমদাদুল্লাহ হাশেমী।
সম্মেলনের সমাপনী অধিবেশনে ২০২৫ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির দায়িত্বশীলরা হলেন: সভাপতি: মুহাম্মাদ রমজান আলী, সহ-সভাপতি: আব্দুর রহমান সজীব ও সাধারণ সম্পাদক: মূসআব জামান মাশরাফি।
সম্মেলনে বক্তারা ইসলামী ছাত্র আন্দোলনের মূলনীতি ও কার্যক্রমকে বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষার্থীদের নৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।