নিজ স্বার্থ হাসিলে যদি কেউ কোন প্রকার লুটতরাজ, চাঁদাবাজী, মাদক ব্যবসা করে থাকে তাহলে এর দায়ভার বাংলাদেশ জাতিয়বাদী দল বিএনপি নিবেনা। এরকম কেউ করে থাকলে বা জড়িত থাকলে সাবধান হয়ে যান। দল সকলের বিষয়ে অবগত রয়েছে। অপরাধ করলে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহন করবে দলীয় শীর্ষ নীতি নির্ধারকরা।
বুধবার বিকেলে শিয়াচর তরুণ সংঘের উদ্দেগ্যে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী এ কথা বলেন।
তিনি আরো বলেন, যেখানে মাদকের ভয়াবহ ছড়াছড়ি ছিলো, ইভটিজিং, চাঁদাবাজী যে এলাকার মূল সমস্যা ছিলো সে সকল এলাকাগুলোতে আজ মানুষ মুখ খুলে কথা বলতে পারছে, তারা আজ প্রতিবাদ করতে শিখেছে। প্রতিটি পাড়া-মহল্লায় খেলাধুলা হচ্ছে। প্রতিযোগিতামূলক টূর্ণামেন্ট হচ্ছে।
এরই ধারাবাহিকতায় আজ এখানেও টূর্নামেন্ট হয়েছে। খেলার মাধ্যমেই মানুষের মনে সুস্থ ধারার মনের বিকাশ ঘটে। তাই প্রতিটি পাড়া মহল্লায় খেলার পরিবেশ ফিরিয়ে আনার আহবান জানান। এবং সর্ব প্রকার সহোযোগিতার আশ্বাদ প্রদান করেন।
নুরুদ্দিন হৃদয় খুশীর সভাপত্বিতে পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম,ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন,সাংবাদিক মনির হোসেন,ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী ও পরিবহন শ্রমিক দল নেতা জাকির।
টুর্নামেন্ট ও পুরুস্কার বিতরন অনুষ্ঠানের সার্বিক তত্তাবধানে ছিলেন হৃদয়, চয়ন , শান্ত, কামাল, খোকন, অনি, শুভ, সুজন, রাকিব, শুভ-২, ফারিদ, আল আমিন, সানি ও শিমুল।