নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০৫ জানুয়ারি ২০২৫

খেলাধূলা মানুষের মনকে সতেজ রাখে : মুরাদ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:১৮, ১ জানুয়ারি ২০২৫

খেলাধূলা মানুষের মনকে সতেজ রাখে : মুরাদ

বন্দরে উৎসব মুখর পরিবেশে মহান বিজয় দিবস উপলক্ষে   ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত ৮টায় বন্দর হাফেজিবাগ এলাকাবাসী উদ্যাগে উক্ত এলাকায় এ পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা গোলাম নবী মুরাদ বলেন, ছাত্র ও জনতার গনঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের কারনে আজ আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। 

স্বাধীনতা অর্জনের কারনে আমরা সবাই  এখানে একত্রে বসতে পেরেছি।  গত ১৬ বছর আমরা কেউ এভাবে বসতে পারি নাই।ফ্যাসিস্ট সরকারে পতন করতে গিয়ে যারা  শহীদ হয়েছেন সকল ছাত্র জনতার রুহের মাগফিরাত কামনা করছি।

তিনি আরো বলেন, খেলাধূলা মানুষের মনকে সতেজ রাখে। তাই আপনারা বেশি বেশি করে খেলাধূলার আয়োজন করবেন। এতে করে যুব সমাজ উৎসাহিত হবে।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা আলহাজ্ব হান্নান সরকারের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ২২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা সুলতান আহাম্মেদ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহীমসজিদ পঞ্চায়েত কমিটির সদস্য খালেদ সাইফুল্লাহ, শাহীমসজিদ পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মোঃ বদরুজ্জামান, সমাজ সেবক ও  শাহীমসজিদ দোকান সমিতি সভাপতি মুহাম্মদ নূর হোসেন প্রমুখ। পরে প্রধান অতিথি গোলাম নবী মুরাদ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন রিফাত, ইব্রাহিম, হৃদয়, আরাফাত, অনিক, সিমান্ত, ওমর ফারুক ও সাকিবসহ আরো অনেকে।