নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০৫ জানুয়ারি ২০২৫

বন্দরে রুপালী আবাসিক এলাকায় চোরের উপদ্রুপ বৃদ্ধি

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:১৪, ১ জানুয়ারি ২০২৫

বন্দরে রুপালী আবাসিক এলাকায় চোরের উপদ্রুপ বৃদ্ধি

বন্দরে রুপালী আবাসিক এলাকায় চোরের উপদ্রুপ ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। এর ধারাবাহিকতা গত শনিবার (২৮ ডিসেম্বর) দুপুর ৩টায় বন্দর রুপালী আবাসিক এলাকার আবু সাঈদ মিয়ার তিন তলা ভবনের নিচ তলার একটি ফ্লাটে দুঃসাহসিক চুরি ঘটনা ঘটেছে।

অজ্ঞাত নামা চোরের দল কৌশলে ফ্লাটের তালা ভেঙ্গে ভিতর প্রবেশ করে আলমারিতে রাখা নগদ ২ লাখ ৯০ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালংকার ও ১টি এলইডি টিভি চুরি করে নিয়ে যায় । দিন দুপুরে ফ্লাট বাসায়  চুরি ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে। এ ঘটনায় বন্দর থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

ক্ষতিগ্রস্থ  ভাড়াটিয়া গৃহবধূ নাসরিন আক্তার বেবী জানায় , বন্দর রুপালী আবাসিক এলাকার জনৈক  আবু সাঈদ মিয়ার তিন তলা ভবনের নিচতলা ফ্লাটে দীর্ঘ দিন ধরে  ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছি। এর ধারাবাহিকতা গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে আমিসহ আমার পরিবার আমার এক আত্মীয় বাড়ি সুদূর কুষ্টিয়া এলাকায় বেড়াতে যাই।

ওই সুযোগে অজ্ঞাত নামা চোরের দল গত শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে যে কোন সময়ে কৌশলে উক্ত ফ্লাটের তালা খুলে ভিতরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার ও একটি এলইডি টিভি চুরি করে পালিয়ে যায়। চুরি ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। 

সম্পর্কিত বিষয়: