নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০৫ জানুয়ারি ২০২৫

সোনারগাঁয়ে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:৪০, ১ জানুয়ারি ২০২৫

সোনারগাঁয়ে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

সোনারগাঁয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার সকালে নারায়ণগঞ্জ জেলা  ছাত্রদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে। 

র‌্যালীটি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ জাকারিয়া ভুঁইয়ার নেতৃত্বে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের সামনে থেকে শুরু করে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে আফিয়া সিএনজি স্টেশনে এসে শেষ হয়। র‌্যালীটি জেলা, উপজেলার সাবেক ছাত্র নেতাদের মিলনমেলায় পরিণত হয়।

র‌্যালী শেষে এক সংক্ষিপ্ত সভার বক্তব্যে জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ জাকারিয়া ভুঁইয়া বলেন, জেলা ছাত্রদলের পক্ষ থেকে দেশবাসীকে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানাই। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল চাঁদাবাজ, সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টিকারী, দখলবাজ শেখ হাসিনা, শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু গডফাদারদের কখনো পরোয়া করেনি, ভবিষতেও করবে না। দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণ করা হবে। তাই আপনারা ছাত্রদল ও তারেক রহমানের উপর আস্থা রাখবেন।

এসময় মিছিল ও সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক বিল্লাল এইচ সরকার, আশিকুর রহমান, সোনারাগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সিফাত আদনান, সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ শাহাজালাল, সোনারগাঁ পৌরসভা ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক ফরহাদ শিকদার প্রমূখ।