বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালিতে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়ার নেতৃত্বে মহানগর ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে বর্নাঢ্য বিশাল র্যালি করে চমক প্রদর্শন করেছে।
বুধবার (১ জানুয়ারি) বিকেল তিনটায় চিটাগাং রোড থেকে ঢাকা - চট্রগ্রাম মহাসড়কে মহানগর ছাত্রদলের আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদেরকে নিয়ে ব্যানার ফেস্টুন সুসজ্জিত হয়ে বিশাল র্যালি বের করে। র্যালিটি চিটাগাং রোড থেকে শুরু সাড়ানপাড় গিয়ে শেষ হয়।
এসময়ে মহানগর ছাত্রদলের নেতাকর্মীদের মুখে শুভ শুভ শুভদিন ছাত্রদলের জম্মদিন, আজকের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে, শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে পুরো আশপাশ।
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়ার নেতৃত্বে বর্নাঢ্য র্যালিতে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রুহী,শামিম আল সাজিদ, মাহফুজুর রহমান, মনির হোসেন,জুবায়ের, রিফাত মীর, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল নেতা সোহেল, ইমরান, আকাশ, হৃদয়, আনাস, সালমান, রায়হান, নাজমুল, বিল্লাল, শাহ আলম বন্দর উপজেলা ছাত্রদল নেতা ইমরান, মুন্না, শরিফ, শহিদসহ বিভিন্ন ইউনিট ছাত্রদলের নেতৃবৃন্দ।