সময়ের পরিবর্তনের সাথে সাথে স্বকীয় ভোল্ট পাল্টে তিনি নিজেকে পরিচয় দিয়ে বেড়াচ্ছেন জিয়া পরিবারের সদস্য। ছিলেন ফ্যাসিস্ট সরকারের দোসর এখন তিনি জিয়া পরিবারের পরিচয় দিয়ে ফতুল্লার সর্বত্র। তিনি হলেন ফতুল্লা থানার আলীগঞ্জের মৃত মাঈন উদ্দিন মিয়ার পুত্র এম,এ, করিম সারোয়ার।
স্থানীয় একাধিক তথ্য মতে, এম,এ, করিম সারোয়ার ফ্যাসিস্ট সরকারের শাসনামলের সময় প্রথম আলোচনায় আসেন ২০১৮ সালের দিকে। সেই সময় সে জেলার চিটাগাং রোড এলাকায় রামদা হাতে ইসলামিক একটি দলীয় সংগঠনকে ধাওয়া করে দেশের শীর্ষ স্থানীয় পত্রিকা যুগান্তরের প্রথম পাতা সহ বিভিন্ন গণমাধ্যমে ছবি প্রকাশ পেয়েছিলো।
সে সময় থেকে সে আওয়ামী সরকারে কাছের বিশেষ করে সাবেক রপল মন্ত্রীর পরিচয় বহন করে সরাকরের নানা দপ্তর সহ স্থানীয় মহলে বিভিন্ন অনৈতিক সুবিধা আদায় করে নিয়েছিলো।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে তার সহোযোগিরাও দেশে বিদেশে আত্নগোপনে চলে যায়। পরিবর্তন ঘটে সরকারের। সরকার পরিবর্তনের কিছুদিন যেতে না যেতেই সুচতুর করিম সারোয়ার ভোল্ট পাল্টে নিজেকে জিয়া পরিবারের সদস্য পরিচয় দিয়ে প্রভাব বিস্তার করে চলছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক গার্মেন্টস ব্যবসায়ী জানান, এক সময় আওয়ামীলীগের দোসর করিম সারোয়ার সেদিন একটি বিষয় নিয়ে আমার নিকট থেকে একটি সুবিধা আদায়ে সে নিজেকে জিয়া পরিবারের রক্তের আত্নীয় পরিচয় দিয়ে প্রভাব বিস্তারের চেস্টা করেন। জিয়া পরিবারের সদস্য হিসেবে পরিচয় দিলেও রক্তের কোন সম্পর্কের আত্নীয় নয় বলে জানান।পরবর্তীতে জানতে পারি সে আওয়ামীলীগ সরকারে দোসর ছিলো।
এ বিষয়ে এ,এম,করিম সারেয়ার কে তার মুঠো ফোনে ফোন করে জানতে চাইলে,তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন আমার বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে। আমি একজন ব্যবসায়ী। আমি কেন রাজনৈতিক দলের সাথে জড়িত নই।