নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৮ ডিসেম্বর ২০২৪

ইসলামী যুব আন্দোলন তারাব পৌরসভার ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত 

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:০৯, ২৭ ডিসেম্বর ২০২৪

ইসলামী যুব আন্দোলন তারাব পৌরসভার ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত 

আগামী ১৭ জানুয়ারি ২০২৫ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর জাতীয় যুব কনভেনশন সফল করার লক্ষ্যে ২৭ ডিসেম্বর বিকালে বরাবোতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তারাব পৌরসভার উদ্যোগে ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি মাওলানা মামুনুর রশীদ। 

সংগঠনটির শাখা সভাপতি মুফতী মোঃ হোসাইন গাজীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শামীম হোসেন এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সাবেক কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মুফতী শিব্বির আহমেদ, ইসলামী যুব আন্দোলন রুপগঞ্জ থানার সভাপতি মুফতী মুহাম্মদ আল আমিন, সহ-সভাপতি মিনহাজুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাব পৌরসভার সভাপতি জনাব শামসুল আলম খন্দকার, সেক্রেটারি হাফেজ মুহাম্মদ সারোয়ার হোসেন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক জনাব কবির আহমদ, ইসলামী ছাত্র আন্দোলন তারাব পৌরসভার সভাপতি আব্দুর রহমান সজীব। 

এ সময় বক্তারা যুব কনভেনশন সফল করার জন্য ওয়ার্ড গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মোঃ ইয়াছিন আহাম্মেদ রাকীব, মোঃ বিল্লাল হোসেন সহ বিভিন্ন ওয়ার্ড এর প্রতিনিধিগণ।
 

সম্পর্কিত বিষয়: