নারায়ণগঞ্জ ৫ আসনের প্রয়াত সংসদ সদস্য আলহাজ্ব এস.এম. আকরাম এর কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে বন্দরের আলীনগরস্থ মরহুমের বাসভবন ও স্থানীয় মসজিদে পবিত্র কুরআন খানি খতম, বাদ জুম্মা বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরণ বাদ আছর কবর জিয়ারতসহ নানা কর্মসূচি গ্রহন করে মরহুমের স্বজনরা।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ ৫ আসনের সাবেক এমপি এস এম আকরাম গত সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল ৩টায় ঢাকা বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তিনি জীবদ্দশায় ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ -০৫ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত এমপি নির্বাচিত হন। সে সাথে তিনি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি নাগরিক ঐক্যের উপদেষ্টা ছিলেন।