বন্দরে ফেরি করে গাঁজা বিক্রির সময় ৫০০ গ্রাম গাঁজাসহ মেহেদী হাসান (২৮) নামে এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ধামগড় ফাঁড়ি পুলিশ। ধৃত মাদক ব্যবসায়ী মেহেদী হাসান বন্দর থানার নবীগঞ্জ কদম রসুল এলাকার আরমান মিয়ার বাড়ি ভাড়াটিয়া আলী মিয়ার ছেলে।
গাঁজা উদ্ধারের ঘটনায় ধামগড় ফাঁড়ি উপ পরিদর্শক মাহামুদ আলম বাদী হয়ে উল্লেখিত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং-৩৪(১২)২৪।
গ্রেপ্তারকৃতকে শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করেছে। এর আগে গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় বন্দর উপজেলার কুতুববাগ দরবার শরীফের সামনে পাঁকা রাস্তার উপরে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, ধৃত মাদক ব্যবসায়ী মেহেদী হাসান দীর্ঘ দিন ধরে কুতুববাগ দরবার শরীফের সামনে গাঁজা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা বিক্রির সময় তাকে গ্রেপ্তার করা হয়।