নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৮ ডিসেম্বর ২০২৪

আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৪২, ২৭ ডিসেম্বর ২০২৪

আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

আড়াইহাজারে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে আড়াইহাজার পালপাড়া এলাকার কাজী আবুল হোসেনের বাড়ীতে এ ডাকাতির ঘটনা ঘটে। 

কাজী আবুল হোসেন জানান, ঘটনার দিন রাত দেড়টায় তার  বাড়িতে ঘরের দরজা ভেঙ্গে ১০/১৫ জনের সংঘবদ্ধ ডাকাত দল ভেতরে প্রবেশ করে। পরে বিভিন্ন দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে চোখের পলকে নগদ ১৫ লাখ টাকাসহ স্বর্ণ ও মূল্যবান সামগ্রী নিয়ে যায়। 

ডাকাত দলের প্রত্যেকের পরণে হাফ পেন্ট, গেঞ্জি এবং মুখোশ পরিহিত ছিল। সে চাউল  পাইকারী বিক্রি করায় তার বাড়ীতে এত টাকা ছিল বলে আবুল জানান। 

এ ঘটনায় আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ডাকাতির ঘটনাটি আমার কাছে রহস্যজনক মনে হয়েছে।