নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৬ ডিসেম্বর ২০২৪

ফতুল্লায় ১০০ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি লিখন গ্রেপ্তার

প্রকাশিত:১৯:২৭, ২৫ ডিসেম্বর ২০২৪

ফতুল্লায় ১০০ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি লিখন গ্রেপ্তার

ফতুল্লায় ২০ লাখ টাকা মূল্যের এক শত কেজি গাঁজাসহ এলাকার চিহ্নিত মাদক কারবারি মো. নিক্বণ চাঁন ওরফে লিখনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

গত সোমবার দিবাগত রাত ১২টায় ফতুল্লার লামাপাড়ার নয়ামাটি মারকাজ মসজিদ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। মাদক কারবারি লিখন ফতুল্লার লামাপাড়া নয়ামাটিস্থ মারকাজ মসজিদ সংলগ্ন মৃত দয়াল চাঁনের পুত্র।

এ ঘটনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, নিয়মিত অভিযানে মাদক কারবারি নিক্বণ চাঁন ওরফে লিখনকে গ্রেফতার করেন তারা।

এ সময় লিখনের বাড়িতে তল্লাশি চালিয়ে এক শত কেজি গাঁজা উদ্ধার করা হয়। মঙ্গলবার মাদক আইনে মামলা দায়ের করার পর তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।