তদন্তে অভিযোগ প্রমানিত হওয়ায়, তদন্ত কমিটির সুপারিশে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণায় সিদ্ধিরগঞ্জের নাসিক ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেছেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের বেশ উৎফুল্ল দেখা যায়।
আনন্দ উল্লাসে একে অপরকে মিষ্টি খাইয়ে দেয়া ছাড়াও সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জে নাসিক ১নং ওয়ার্ড এলাকায় এ মিষ্টি বিতরণ করা হয়।
মিষ্টি অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আক্তার হোসেন, নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ আনোয়ার হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা জনি ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দল নেতা হাবিবুর রহমান হাবিব, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেব সেবকদল নেতা নুরুল ইসলাম খান, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা কাউসার আহমেদ রিপন, ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ আনিস দেওয়ানসহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আগামীতে নারায়ণগঞ্জ বিএনপিকে আরও গতিশীল করার প্রতিজ্ঞা করেন।
উল্লেখ্য, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে। অতিসত্বর নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র কমিটি ঘোষণা করা হবে।
প্রসঙ্গত, গত বছর ১৮ জুন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে সাবেক সংসদ সদস্য মো. গিয়াস উদ্দিন সভাপতি ও গোলাম ফারুক খোকন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ওই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
৫ আগস্ট পটপরিবর্তনের পর এই কমিটির বিরুদ্ধে নানা অভিযোগ আসতে থাকে। অভিযোগ তদন্তে একটা কমিটি গঠন করে দেয় কেন্দ্রীয় বিএনপি। সেই কমিটির সুপারিশে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হল।