নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৩ এপ্রিল ২০২৫

ফতুল্লায় অস্ত্রসহ ২ ছিনতাইকারী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:১৯, ২৩ ডিসেম্বর ২০২৪

ফতুল্লায় অস্ত্রসহ ২ ছিনতাইকারী গ্রেপ্তার

ফতুল্লায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- রিপন (৩০) ও আব্দুল আহাদ (২৫)। তারা দু’জনই মাসদাইর এলাকার বাসিন্দা। সোমবার ভোরে মাসদাইর পৌর শ্মশানের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম জানান, মাসদাইর পৌর শ্মশানের সামনের সড়কে প্রায় সময়ই ভোরে আন্ত:জেলা বাসের যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে সব কিছু ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। 

সোমবার ভোরে পুলিশের একটি টহল টিম মাসদাইর এলাকায় টহল দেয়ার সময় ওই দুই ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।