সোনারগাঁয়ে জামায়াতে ইসলামীর সনমান্দী ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকালে সনমান্দী ইউনিয়নে অলিপুরা বাজার এ কমিটি গঠন করা হয়। কমিটিতে ২০২৫-২৬ সেশনে সভাপতি হিসেবে মাওলানা আব্দুল মমিন নির্বাচিত হয়েছেন ও সেক্রেটারী হিসেবে মাওলানা বেলাল হোসাইন নির্বাচিত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার ওলামা বিভাগের সভাপতি মাওলানা আশরাফ ভূঁইয়া।প্রধান আলোচক ছিলেন সোনারগাঁ উপজেলা দক্ষিণের সাধারণ সম্পাদক আসাদ মোল্লা । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনমান্দী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক সভাপতি মাওলানা ফৌরদীস রহমান সহ প্রমুখ।
২০২৫-২৬ সেশনের জন্য সনমান্দী ইউনিয়ন জামায়াতে ইসলামীর ২৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। নর্বনিবাচিত কমিটি কে শুভেচ্ছা জানিয়েছেন জামায়াতে ইসলামী সোনারগাঁয়ের সমর্থক কর্মী সোহানুর রহমান সবুজ।